TRENDING:

Remote Control Ratha Yatra: এবার রিমোটে চলবে রথ! দড়ি নয়, লাগবে মোবাইল, আধুনিক রথ দেখেছেন কী?

Last Updated:

এবার রথ আর দড়ি দিয়ে টানতে হবে না। রথ চলবে রিমোটেই। এমনই এক আবিষ্কার করে সবাইকে অবাক করে দিলেন শিলিগুড়ির এক শিক্ষক। কোডিং এবং ব্লুটুথ এর মাধ্যমে এই রথ একেবারেই কন্ট্রোল করা যাবে সম্পূর্নভাবে মোবাইল থেকে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মোবাইল থেকে রিমোট কন্ট্রোলেই চলছে রথ। হ্যাঁ অবাক লাগলেও এটাই সত্যি। রথযাত্রা আসা মানেই রথ টানতে হবে সকলকে। রথ টানার মজাই আলাদা। তবে শিলিগুড়ির এক শিক্ষক যা করলেন তা শুনলে চমে যাবেন সকলে।
advertisement

এবার রথ আর দড়ি দিয়ে টানতে হবে না। রথ চলবে রিমোটেই। এমনই এক আবিষ্কার করে সবাইকে অবাক করে দিলেন শিলিগুড়ির এক শিক্ষক। কোডিং এবং ব্লুটুথ এর মাধ্যমে এই রথ একেবারেই কন্ট্রোল করা যাবে সম্পূর্নভাবে মোবাইল থেকে । এমনকি ভয়েস কমান্ডও শুনবে এই রথ।

ছোটবেলা থেকেই রোবোটিক্স এর ওপর ঝোঁক ছিল শিলিগুড়ি শিক্ষক অভিজিৎ সাহার। সেখান থেকেই ইলেকট্রনিক্স জিনিস নিয়ে রোবটিক্সের নানান ধরনের কাজ করে আসছেন তিনি। তবে বিগত সাত বছর ধরে তিনি নীতি আয়োগের অটল টিঙ্কারিং ল্যাবয়ের সঙ্গে জড়িত। কেন্দ্রীয় সরকারের এই প্রজেক্টটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং এর উপরেই কাজ করে আসছে। অভিজিৎ বাবু এখন এই বিষয় নিয়ে স্কুলে স্কুলে পাঠ প্রদান করেন । বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে শিক্ষক তবে রোবটিক্সের উপরে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কোডিং সম্পর্কেও পড়ান।

advertisement

View More

আরও পড়ুন: মাছের মোমো! এ স্বাদ একবার খেলে জীবনে ভুলবেন না, লম্বা লাইনে মানুষ! মিলছে কোথায়?

অভিজিৎ বাবু বলেন,” এখন স্কুল ছুটি রয়েছে । তাই ভাবলাম একটা রথ বানিয়ে ফেলি । এই রথ সম্পূর্ণ কোডিংয়ের সাহায্যে এবং ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সঙ্গে যুক্ত করা রয়েছে। মোবাইল থেকেই এই রথ চালানো যাবে। এছাড়াও আমি ভয়েস কমান্ডের অপশনও রেখেছি। আমার কথা মত এই রথটি চলবে।”

advertisement

এছাড়াও তিনি বলেন, “এটি তৈরি করতে বিশেষ একটা খরচ হয়নি। সান বোর্ড আর ঘরের যে সমস্ত ফেলে দেওয়া জিনিস রয়েছে সেগুলি দিয়েই বানিয়েছি, ইলেকট্রনিক্স ডিভাইস গুলো একটু দাম বেশি । ১ হাজার টাকার মধ্যে আমার এই রথ তৈরি হয়ে গিয়েছে।” ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং নিয়ে যদি কেউ তার কাছে শিখতে চায়, তাহলে তাদের জন্য অভিজিৎ বাবু সব সময় রয়েছেন বলে জানান তিনি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Remote Control Ratha Yatra: এবার রিমোটে চলবে রথ! দড়ি নয়, লাগবে মোবাইল, আধুনিক রথ দেখেছেন কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল