খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর তথা শিলিগুড়ি পুরনিগমের ২০নম্বর ওয়ার্ডের পুরমাতা অভয়া বসুকে। তিনি এসে ব্যাগটি দেখে বুঝতে পারেন ভেতরে মৃগনাভির মতো দেখতে কিছু জিনিস রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের।
আরও পড়ুন : ১১ লক্ষের বেশি প্রতারণা! ঠগবাজ প্রেমিককে জেলে পাঠিয়ে বিদেশে ছুটি কাটালেন প্রতারিত ৩ প্রেমিকা
advertisement
বনকর্মীরা এসে উদ্ধার করে ওই ব্যাগ। ব্যাগ খুলতেই দেখা যায় মৃগনাভি রয়েছে। প্রায় ৩৯টি মৃগনাভি উদ্ধার করে বনকর্মীরা। তারপরেই সেগুলিকে নিয়ে আসা হয় ডাবগ্রাম রেঞ্জার অফিসে। এরপর ডাব গ্রাম রেঞ্জ এর রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “এখনও পর্যন্ত ওই মৃগনাভিগুলিকে দেখা হচ্ছে। তবে আসল কি না সে বিষয়ে পরীক্ষার জন্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে। তারপরেই আমরা সঠিক বলতে পারব এটা আসল কি নকল। এবং ঘটনায় কেউ জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করবে বন দফতর।