আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে বাঁশের শিল্প, দুশ্চিন্তায় দিন কাটছে কারিগরদের
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। রাখি বন্ধন উৎসবে সম্প্রীতির ছবি উঠে আসে সর্বত্র। হিন্দু , মুসলিম, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করেন। এই দিন দিদি বা বোনেরা তাঁদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন।পাশাপাশি এই রাখি বন্ধনের মধ্য দিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে মানববন্ধনের বার্তা দেওয়া হয়।
advertisement
এদিন শিলিগুড়ির সফদর হাসমি চক এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা পথ চলতি মানুষ এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশদের হাতে এদিন রাখি পরিয়ে এই অনুষ্ঠান পালন করেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দার্জিলিং জেলা কমিটির সম্পাদক রামপ্রসাদ ভট্টাচার্য জানান, বিশেষ চাহিদা সম্পন্ন এই ছেলে-মেয়েরা সারা বছরই বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে। তাঁদের নিয়েই আজকের দিনটি সুন্দরভাবে শিলিগুড়িবাসীর সঙ্গে উৎযাপন করা হল। পাশাপাশি তিনি বলেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বিশেষভাবে সক্ষমরাও যে সমস্ত কাজ করতে পারে এই ঘটনা তার প্রমাণ।
অনির্বাণ রায়