শহরের নদী গুলি এতটাই নোংরা সেখান থেকে রোগ প্রকোপ বাড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে । ফলে নদীকে পরিষ্কার রাখার উদ্যোগ শহরের মানুষজনকেই নিতে হবে বলে জানান বোরো চেয়ারম্যান মিলি সিনহা। এছাড়াও তিনি জানান মানুষের এতো বোধ বুদ্ধির অভাব বাড়ির সেপটিকট্যাঙ্ক পাইপ নদীর সঙ্গে মিশিয়ে দিয়েছে,এতে নদী দূষণের মাত্রা বেশি হয়েছে। এর ওপর ব্রিজের ওপর থেকে নোংরা নদীতে সরাসরি ফেলে দিচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বিদেশ বিভূঁইয়ে আটকে স্বামী! দু়ঃস্বপ্নে দিন কাটছে শ্রীবাস্তব পরিবারের
এই সব কিছু ভাবনা চিন্তা করে পরীক্ষা মূলক ভাবে বাঁশ, নারিকেল দড়ি ও প্লাস্টিকের নেট লাগিয়ে যদি এই কাজে সফল হই তবে পাকাপাকি ভাবে লোহার নেট দিয়ে রেলিং ঘিরে দেওয়া হবে। অন্যদিকে ২০ নম্বর ওর্য়াড কাউন্সিলর অভয়া বোস নিজে থেকে এই কাজ করাতে গিয়ে জানান নদী শহরের সৌন্দর্যের একটি মূল ভূমিকা পালন করেন।
আরও পড়ুনঃ সিনেমা প্রেমীদের জন্য সুখবর! শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়িতে
তাই প্রথমে আমাদের বোর্ড আসার পর নদী গুলোকে পুনরায় নিজ ছন্দে ফেরানোর কাজ গ্রহণ করি। এর পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশেবক্তব্য নিজ পাত্রে নোংরা ফেলুন এবং নদীতে কিছু সামগ্রী ফেলবেন না। এর সাথে অভয়া দেবীকে ব্রিজের ভাঙা রেলিং নিয়ে প্রশ্ন করলে তিনি জানান আস্তে আস্তে সব হবে আগে ব্রিজ গুলোকে চিহ্নিত করা হবে এবং এর কাজ দ্রুত শুরু হবে।
Anirban Roy