নেপালের পশুপতিনাথ মন্দির বাগমতি নদীর তীরে। সেই আদলেই শিলিগুড়ির এই মন্দির মহানন্দা নদীর কাছেই স্থাপন করা হয়েছে। মন্দির কমিটি সূত্রের খবর, মন্দির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। মন্দিরে স্থাপিত পঞ্চমুখী শিবলিঙ্গ রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। উদ্বোধনের দিন ১০৮ কলস নিয়ে প্রকাশ নগর থেকে শুরু হয়ে কলস যাত্রা। মহাশিবরাত্রির দিন থেকে সাতদিন ধরে শিব মহাপুরাণেরও আয়োজন করা হয়েছে মন্দিরে।
advertisement
আরও পড়ুনঃ হোম স্টে তাও আবার ভাসমান! শিলিগুড়িতে দারুণ পরিষেবা
মন্দির কমিটির সদস্য ক্যাপ্টেন জীবন কুমার দেওয়ান বলেন, মন্দির প্রতিষ্ঠা শিলিগুড়ির মানুষের জন্য সবচেয়ে বড় খুশির খবর। নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হয়েছে। দর্শনার্থীরা এখন শহরেই পশুপতিনাথের দর্শন পাবেন। মন্দিরের বিশেষত্ব পঞ্চমুখী শিবলিঙ্গ। শিবের পাঁচটি রূপ এই লিঙ্গের মধ্যে রয়েছে।
অনির্বাণ রায়