TRENDING:

Siliguri News: দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস! ভারত ভাগের স্মৃতি আজও কাঁদায় দুলালী-অপর্ণাদের

Last Updated:

দেশভাগের স্মৃতি আজও কাঁদায় দুলালী-অপর্ণাদের। শিলিগুড়ি জংশন স্টেশনে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁরা ফিরে গেলেন সেই ফেলে আসা দিনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দেশভাগের ভয়াবহ যন্ত্রণা স্মরণ করে শিলিগুড়িতে পালিত হল ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ (Partition Horrors Remembrance Day)। স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ অগস্ট সমগ্র দেশজুড়ে এই বিশেষ দিনটি পালিত হয়। দেশভাগের যন্ত্রণার স্মৃতি মনে করাতেই কেন্দ্রীয় সরকারের তরফে আজকের এই দিনটিকে পালন করার কথা ঘোষণা করা হয়। সেই দেশভাগের ইতিহাস স্মরণ করাতে শিলিগুড়ির জংশন রেল স্টেশনে আয়োজিত হল প্রদর্শনী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন সেই সময়কার অত্যাচারের সাক্ষী দুই নাগরিক দুলালি পোদ্দার ও অপর্ণা বিশ্বাস। সেই সময়কার ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণ করেন তাঁরা। উপস্থিত ছিলেন এনজেপি স্টেশনের এপিও সন্তোষ কুমার দত্ত সহ অন্যান্যরা।
advertisement

আরও পড়ুন: দেশভাগের যন্ত্রণা ফুটে উঠছে রেল স্টেশনের প্রদর্শনীতে

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে। পরাধীন অবিভক্ত ভারতকে ভাগ করে তৈরি হয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। এর ফলে রাতারাতি ভিটেমাটি হারিয়ে বসেন অসংখ্য মানুষ। অনেকের আত্মীয়-স্বজন এক রাতে বিদেশি হয়ে যান। এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে দুষ্কৃতী চক্র। ভয়ংষঙ্কর ভাবে বেড়ে যায় ধর্মীয় ভেদাভেদ, মহিলাদের উপর অত্যাচার। চলে ধন সম্পতি লুট। অত্যাচারের ভয়ে ভিটেমাটি ছেড়ে রাতারাতি পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে উদবাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয় বহু মানুষ। দেশভাগের ফলে কার্যত উদ্বাস্তু স্রোত আছড়ে পড়ে ভারতে। সেই দিনগুলির কথা কখনও ভোলার নয়।এই ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই অজানা। তাই সেই সময়কালের ইতিহাস সকলের সামনে তুলে ধরতে উদ্যেগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

advertisement

View More

দেশভাগের ভয়াবহ স্মৃতি আজকে প্রজন্মকে জানাতে গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিকে বেছে নেওয়া হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে সেখানে তুলে ধরা হচ্ছে সেই ভয়ঙ্কর সময়ের ঘটনাবলি। এই উপলক্ষে রেলের কাটিয়ার ডিভিশনের ছয়টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য। তারমধ্যে রয়েছে এনজেপি ও শিলিগুড়ি জংশন স্টেশন। সেইমত‌ সোমবার শিলিগুড়ি জংশন স্টেশনে ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ পালন করা হয়। সেই সময়ের মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী দুলালী পোদ্দার জানান,আমরা অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে ওই সময়টা কাটিয়েছিলাম। আমাদের বাড়িঘর সব আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কোনমতে প্রাণে বেঁচে ফিরেছি। তখনকার ছবিগুলো দেখে সেই ফেলে আসা সময়ে পৌঁছে গিয়েছিলাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস! ভারত ভাগের স্মৃতি আজও কাঁদায় দুলালী-অপর্ণাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল