TRENDING:

Siliguri News: লক্ষাধিক টাকার মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার দুই মহিলা সহ এক যুবক

Last Updated:

Siliguri News: জানা গেছে বুবাই ঘোষ মাদক চোরাচালানের মাস্টার মাইন্ড।প্রায় ৪ বছর আগে বুবাই ঘোষকে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা দীর্ঘদিন ধরে বাইরে থেকে গাঁজা সংগ্রহ করে আনতো এবং বুবাই তা বিক্রির ব্যবস্থা করত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ফের মাদক পাচারের পরিকল্পনাকে ভেস্তে দিল পুলিশ। মাদক চোরাচালানের অভিযোগে এক পুরুষ সহ দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা এনবিএসটিসি বাসস্ট্যান্ডের ভিতরে দুই ব্যাগ ভর্তি গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় পুলিস। ধৃত ব্যক্তির নাম বুবাই ঘোষ এবং দুজন মহিলার নাম লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাসে করে গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
বাসে করে গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
advertisement

জানা গিয়েছে, বুবাই শিলিগুড়ির টিকিয়াপাড়া ও লীলা এবং সন্ধ্যা শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এস ও জি সূত্রে জানা গিয়েছে, বুবাই ঘোষের সঙ্গে লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা এনবিএসটিসি বাসস্ট্যান্ডের ভিতরে দুটি ব্যাগ রেখে মাদক পাচারের পরিকল্পনা করছিল। গোপন সুত্রে এই খবর পাওয়া মাত্রই, এসওজি ও প্রধান নগর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। সেই সময় এনবিএসটিসি- বাস টার্মিনার্সের ভিতরে এই তিনজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তিনজনকে তল্লাশি করে প্রচুর গাঁজা উদ্ধার করে এসওজি।

advertisement

পুলিশ সূত্রে জানা গেছে বুবাই ঘোষ মাদক চোরাচালানের মাস্টার মাইন্ড। প্রায় ৪ বছর আগে বুবাই ঘোষকে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা দীর্ঘদিন ধরে বাইরে থেকে গাঁজা সংগ্রহ করে আনত এবং বুবাই তা বিক্রির ব্যবস্থা করত। ছোট ছোট প্যাকেট তৈরি করে গাঁজা বিভিন্ন এলাকায় বিক্রি করত এই চক্র। পুলিশ সূত্রে জানা গেছে, এবার গাঁজা বিহারে পাঠানোর পরিকল্পনা ছিল ধৃতদের।

advertisement

আরও পড়ুনঃ East Medinipur News: বাড়ির অমতে প্রেম-বিয়ে, হঠাৎ বেপাত্তা স্বামী, তারপর সকলকে হতবাক করা কাণ্ড ঘটালেন মহিলা

তিন ধৃতদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করার পর আজ বুবাই ঘোষ, লীলা চৌধুরী এবং সন্ধ্যা সাহাকে শিলিগুড়ি আদালতে হাজির করে প্রধান নগর থানা পুলিশ। এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: লক্ষাধিক টাকার মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার দুই মহিলা সহ এক যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল