বাগডোগরা থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাদক ব্যবসায়ী। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে যে সে বাগডোগরার জঙ্গলি বাবা মন্দির এলাকায় ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল । গোপন সূত্রের ভিত্তিতে রবিবার রাতে এসওজি দল অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে । তল্লাশি করে ধৃতের হেফাজত থেকে ৪০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। এর পরে এসওজি দল পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ধৃত ওই ব্যক্তিকে বাগডোগরা থানায় হস্তান্তর করে।
advertisement
আরও পড়ুন: সারদা কাণ্ড নিয়ে বড় দাবি শুভেন্দু অধিকারীর! তুললেন শুক্রবার গভীর রাতের কথা
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ জুড়ে ব্রাউন সুগার ব্যবহারের প্রবণতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে । শিলিগুড়িতেও সেই ড্রাগ ব্যবহারের পরিমান ব্যাপক পরিমাণে বেড়েছে। দিনের পর দিন স্কুল পড়ুয়াদের মধ্যেও এই ড্রাগ ব্যবহার বেড়েছে। দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশের তুলনায় ভারত হেরোইনের বা ব্রাউন সুগারের অপব্যবহার করে।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা! শ্বশুর বাড়ির বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ
ইউনাইটেড নেশন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, "ভারতে এক মিলিয়ন হেরোইন আসক্ত নিবন্ধিত রয়েছে এবং বেসরকারীভাবে পাঁচ মিলিয়নের মতো।"পুলিশের সন্দেহ, মোহাম্মদ আসলাম বড় ব্রাউন সুগার চক্রের সক্রিয় সদস্য হতে পারে। সে নকশালবাড়ি খড়িবাড়ি এলাকার যুবকদের মাদকের জলে জড়িয়ে দিচ্ছিল। আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক নতুন তথ্য আসতে পারে বলে আশাবাদী পুলিশ। পুলিশ আসামিকে আদালত থেকে রিমান্ডে নিতে পারে বলে জানা গিয়েছে।
----অনির্বাণ রায়