ওএসডি উত্তরবঙ্গ সুশান্ত রায় জানান, কিছু কাজ এখনও বাকি থাকায় সম্পূর্ণরূপে সুপার স্পেশালিটি ব্লকটি চালু করা সম্ভব হয়নি । তবে দ্রুত কাজ সম্পন্ন করা হবে। প্রসঙ্গত, ১৯৬৮ সালে স্থাপিত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এদিন তার ৫৫তম বর্ষে পদার্পণ করলো । তাই ৫৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
advertisement
আরও পড়ুন : বিনামূল্যে মিলবে সব পরিষেবা, বর্ধমানে সব ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ছে পুরসভা
আরও পড়ুন : উলুবেড়িয়ার বিখ্যাত রাস মেলা, যা দেখতে ভিড় জমান জেলার প্রতিটি প্রান্তের মানুষ
এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা ধুমধামের সাথে পালন করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৫৫তম বর্ষ । এছাড়া এদিন ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভার্চুয়ালি এই হাসপাতালের ২৪টি শয্যাবিশিষ্ট হাইব্রিড সিসিইউ ও সুপার স্পেশালিস্ট হাসপাতালের ওপিডি বিভাগের উদ্বোধন করেন। ওএসডি উত্তরবঙ্গ সুশান্ত রায় আরও জানান, এই সুপার স্পেশালিটি ব্লকে চারটি ওপিডি দিয়ে চালু থাকবে । পাশাপাশি সুপার স্পেশালিটি ব্লকের সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাইব্রিড সিসি ইউনিটও চালু হল।