TRENDING:

Siliguri News: শ্বাসনালীতে দু'সপ্তাহ আটকে জ্যান্ত জোঁক! সফল অস্ত্রোপচার মেডিকেলে

Last Updated:

ঝর্নার জল খেয়ে বিপত্তি। দু'সপ্তাহ শ্বাসনালীতে আটকে জ্যান্ত জোঁক, শিলিগুড়িতে বিরল অস্ত্রোপচার করে প্রাণে বাঁচলেন ব্যক্তি। জ্যান্ত জোঁক শ্বাসনালিতে আটকে ছিল প্রায় ১৫ দিন ধরে। বিরল অস্ত্রোপচার করে ব্যক্তির শ্বাসনালী থেকে জ্যান্ত জোঁক বের করলেন চিকিৎসকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : ঝর্নার জল খেয়ে বিপত্তি। দু'সপ্তাহ শ্বাসনালীতে আটকে জ্যান্ত জোঁক, শিলিগুড়িতে বিরল অস্ত্রোপচার করে প্রাণে বাঁচলেন ব্যক্তি। জ্যান্ত জোঁক শ্বাসনালিতে আটকে ছিল প্রায় ১৫ দিন ধরে। বিরল অস্ত্রোপচার করে ব্যক্তির শ্বাসনালী থেকে জ্যান্ত জোঁক বের করলেন চিকিৎসকেরা। মিরিক মহকুমার বাসিন্দা সাজিন রাই (৪৯)। ১৫ দিন আগে ঝর্ণার জল খেয়েছিলেন তিনি। বুধবার অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন । এরপরই পরীক্ষা করে দেখা যায় তাঁর শ্বাসনালীতে একটি জ্যান্ত জোঁক আটকে রয়েছে।
advertisement

১৫ দিন গলার ভেতরেই ছিল জ্যান্ত জোঁক, জল খেতে গিয়েই বিপত্তি, অবশেষে সফল অস্ত্রোপচার করা হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। বিরল এই অস্ত্রোপচার করে শ্বাসনালী থেকে জোঁকটি বের করে ব্যক্তির প্রাণ বাঁচালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ই এন টি বিভাগের চিকিৎসকেরা। বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি সাংবাদিক বৈঠক করে ই এন টি বিভাগের চিকিৎসক রাধেশ্যাম মাহাতো জানান, বুধবার মেডিক্যাল কলেজে মিরিকের বাসিন্দা সাজিন রাই অসুস্থ অবস্থায় ভর্তি হন।

advertisement

তারপর পরীক্ষা করে দেখা যায় তাঁর শ্বাসনালীতে একটি জোঁক আটকে আছে । ১৫ দিন আগে ঝর্ণার জল খেয়েছিলেন রোগী। সম্ভবত সেই সময় তাঁর শ্বাসনালীতে ওই জোঁকটি ঢুকে পড়ে। ১৫ দিন ধরে সেখানেই জীবিত ছিল জোঁকটি। তাতেই হতবাক চিকিৎসকেরা। এর আগে এ ধরণের অস্ত্রোপচার কখনো হয়নি বলে জানিয়েছেন তিনি । বর্তমানে ওই ব্যক্তি সম্পুর্ন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শ্বাসনালীতে দু'সপ্তাহ আটকে জ্যান্ত জোঁক! সফল অস্ত্রোপচার মেডিকেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল