'বিহান'-এ একটি কিশোর এবং অল্পবয়সি মেয়ের প্রেমের গল্প দেখানো হয়েছে। একটি বিশ্বাসের গল্প, ভালবাসার গল্প। বাংলার উত্তরবঙ্গের একটি গ্রামের পটভূমিতে তৈরি হয়েছে। অন্ধকারময় জীবন থেকে আলোয় ফেরার গল্প 'বিহান'।
দিনহাটার থানাপাড়ার ছেলে সৌরভ। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ভাললাগা। আর সেই স্বপ্নকে সঙ্গে নিয়ে বানিয়ে ফেলেছেন আস্ত এক রাজবংশী পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র। অবশেষে দেশ-বিদেশ ঘোরার পরে এই চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
advertisement
যখন সৌরভ ঠিক করলেন সিনেমা বানাবেন, ঠিক সেই সময়েবাধা হয়ে পড়ল টাকা। প্রযোজক খুঁজতে অনেকের দুযারেই ঘুরেছেন। কিন্তু ফিরতে হয়েছে খালি হাতেই। তারপর মাথায় আসে ক্রাউড ফান্ডিংয়ের ভাবনা। বন্ধুবান্ধব, পরিজনের কাছ থেকে কিছু টাকা জোগাড় করে শুরু করেন শ্যুটিং।
২০১৯ সালেই ক্যামেরাবন্দি হয় সিনেমার প্রতিটা দৃশ্য। তারপর এডিটিং চলতে চলতেই শুরু হয়ে যায় লকডাউন। ফলে ভেস্তে যায় সিনেমা হলে রিলিজের পরিকল্পনা। ছবিটি পাঠাতে শুরু করেন দেশৃবিদেশের চলচ্চিত্র উৎসবে। বহু প্রশংসাও পায় তাঁর সিনেমা।
আরও পড়ুন: স্কুল পড়ুয়ার মর্মান্তিক পরিণতি! কী ছিল আসল কারণ! রহস্যে গোটা পাড়া
১৯তম ঢাকা চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়। তারপর একে একে কলম্বিয়া, লন্ডন, দেরাদুন, উত্তরাখণ্ড ঘুরে আসে ছবিটি। সব জায়গাতেই দর্শকদের অফুরান প্রশংসা, যা আপ্লুত করে সৌরভকে।
আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন! উদ্ধার হল রেণুকা খাতুনের দুই টুকরো দেহ ও মাথা
পরিচালক বলেন, ''রাজবংশী ভাষাকে সংরক্ষণ করার খিদেটা মানুষের খুব কম। তাই এমন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। আজ এত প্রশংসা পেয়ে ভাল লাগছে। তবে আক্ষেপেও রয়েছে কিছুটা। ইচ্ছে রয়েছে উত্তরবঙ্গের প্রতিটা সিনেমা হলে ছবিটি দেখানোর। কিন্তু তার জন্য তো সহযোগিতা চাই।''
ছবিটিতে গান গেয়েছেন জুবিন গর্গ। কলাকুশলীদের প্রায় প্রত্যেকেই স্থানীয়। রাজবংশী ভাষায় পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার সংখ্যা হাতেগোনা। সেই তালিকায় নাম লিখিয়েছে 'বিহান'। শুধু তা-ই নয়, এই ভাষা, সংস্কৃতিকে পেঁছে দিচ্ছে বিশ্বের দরবারে। আগামী ১৩ তারিখ উত্তরবঙ্গ তথা কলকাতা এবং অসমের বেশ কিছু হলে এই সিনেমা মুক্তি পাচ্ছে। সৌরভের আশা, তাঁর সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।
অনির্বাণ রায়