জানা গিয়েছে, এ দিন ডুয়ার্সের ক্যারন থেকে ট্রেনে উঠেছিলেন শোভা দেবী। মেয়ের বিয়ের বাজার করতে শিলিগুড়ি রওনা হন। নির্দিষ্ট সময়ে ট্রেন জংশন স্টেশনে পৌঁছনোর পর ট্রেন থেকে নেমে ফুটওভার ব্রিজ হয়ে প্ল্যাটর্ফম ছাড়েন। সেই সময় বুঝতে পারেন তার ব্যাগের চেন খোলা। এরপরই লক্ষ্য করেন ব্যাগের ভেতরে থাকা ৪০ হাজার টাকাও উধাও। ঘটনায় দিশেহারা হয়ে পড়েন তিনি। এরপর সোজা জিআরপি থানায় লিখিত অভিযোগ জানান।
advertisement
আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে অশান্তি! এ কী করলেন এই যুবক! তোলপাড় রাজাভাতখাওয়া
অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জিআরপি এসপি (শিলিগুড়ি) জশপ্রীত সিং বলেন, 'অভিযোগের প্রেক্ষিতে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে।' অভিযোগ, এর আগেও এধরনের ঘটনা অনেকের সঙ্গেই ঘটছে। প্রশ্নচিহ্নে যাত্রী সুরক্ষা নিয়ে। তবে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যাতে এই সমস্ত বিষয় আর না হয় সে বিষয়ে নজর বাড়ানো হবে।
অনির্বাণ রায়





