TRENDING:

Siliguri News|| স্টেশনে হাঁটছিলেন, রেল যাত্রীর ব্যাগ থেকে উধাও হাজার হাজার টাকা, প্রশ্নের মুখে নিরাপত্তা

Last Updated:

Money stolen from a rail passenger at siliguri: স্টেশন চত্বরেই যাত্রীর ব্যাগ থেকে চুরি গেল নগদ অর্থ। প্রায় ৪০ হাজার টাকা খোয়ালেন ভূটান সীমান্ত লাগোয়া ক্যারণের বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: স্টেশন চত্বরেই যাত্রীর ব্যাগ থেকে চুরি গেল নগদ অর্থ। প্রায় ৪০ হাজার টাকা খোয়ালেন ভূটান সীমান্ত লাগোয়া ক্যারণের বাসিন্দা শোভা দেবী। অভিযোগ, অতি চালাকির সঙ্গে দুষ্কৃতীরা ব্যাগের চেন খুলে টাকা নিয়ে চম্পট দেয়। সোমবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি জংশন স্টেশন চত্বরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, যাত্রী নিরাপত্তা ইস্যুতে উঠতে শুরু করেছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ ।
advertisement

জানা গিয়েছে, এ দিন ডুয়ার্সের ক্যারন থেকে ট্রেনে উঠেছিলেন শোভা দেবী। মেয়ের বিয়ের বাজার করতে শিলিগুড়ি রওনা হন। নির্দিষ্ট সময়ে ট্রেন জংশন স্টেশনে পৌঁছনোর পর ট্রেন থেকে নেমে ফুটওভার ব্রিজ হয়ে প্ল্যাটর্ফম ছাড়েন। সেই সময় বুঝতে পারেন তার ব্যাগের চেন খোলা। এরপরই লক্ষ্য করেন ব্যাগের ভেতরে থাকা ৪০ হাজার টাকাও উধাও। ঘটনায় দিশেহারা হয়ে পড়েন তিনি। এরপর সোজা জিআরপি থানায় লিখিত অভিযোগ জানান।

advertisement

আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে অশান্তি! এ কী করলেন এই ‌যুবক! তোলপাড় রাজাভাতখাওয়া

অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জিআরপি এসপি (শিলিগুড়ি) জশপ্রীত সিং বলেন, 'অভিযোগের প্রেক্ষিতে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে।' অভিযোগ, এর আগেও এধরনের ঘটনা অনেকের সঙ্গেই ঘটছে। প্রশ্নচিহ্নে যাত্রী সুরক্ষা নিয়ে। তবে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যাতে এই সমস্ত বিষয় আর না হয় সে বিষয়ে নজর বাড়ানো হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'শাপমুক্তি' এবার ঘাটালের দোরগড়ায়, মাস্টার প্ল্যানের কাজ এগোল আরও একধাপ! কী হচ্ছে দেখুন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News|| স্টেশনে হাঁটছিলেন, রেল যাত্রীর ব্যাগ থেকে উধাও হাজার হাজার টাকা, প্রশ্নের মুখে নিরাপত্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল