TRENDING:

Siliguri News: নিয়ন্ত্রিত বাজারে নিষিদ্ধ কাফ সিরাপের কেনা-বেচা!

Last Updated:

শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে নিষিদ্ধ কাফ সিরাপ কেনাবেচার সময় পুলিশ হাতেনাতে গ্রেফতার করল এক ব্যক্তিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পুরসভা নিয়ন্ত্রিত বাজারে মাদকের কারবার! চঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে। রাতের অন্ধকারে এই নিয়ন্ত্রিত বাজারে চলছিল মাদকের কেনা-বেচা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে পুলিশ নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের নাম রফিকুল ইসলাম।
advertisement

আরও পড়ুন: অসময়ে ‘শুতে’ না চাওয়ায় স্ত্রীর গায়ে গরম জল ঢেলে ঘাড়ে কোপ স্বামীর! প্রাণ বাঁচালেন শাশুড়ি

পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে ব্যাগে করে নিষিদ্ধ কাফ সিরাপ এসে পৌঁছেছিল শিলিগুড়ির এই নিয়ন্ত্রিত পুর বাজারে। খবর পেয়েই প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। প্রসঙ্গত কাফ সিরাপ এখন সারা দেশেই আতঙ্ক হয়ে উঠেছে। গুণমান খতিয়ে দেখে নানান সময় ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া একের পর এক কাফ সিরাপ নিষিদ্ধ ঘোষণা করে। এগুলিতে এমন সব বিষাক্ত উপাদান খুঁজে পাওয়া গেছে যা শরীরের জন্য ভয়ংকর ক্ষতিকারক। বিশেষজ্ঞরা বলছেন, কিছু কাফ সিরাপে কোডেইন নামক এক ধরনের উপাদান থাকে যা শরীরে ঢুকলে নেশার মতো বোধ হয়। স্নায়ুগুলো ঝিমিয়ে পড়তে থাকে। চিন্তাভাবনা গুলিয়ে যায়। ব্রেন সেলগুলোকে কব্জা করে ফেলে এই ধরনের রাসায়নিক উপাদান। সেই কারণেই নেশারুদের মধ্যে দিনে দিনে নিষিদ্ধ কাফ সিরাপের জনপ্রিয়তা বাড়ছে।

advertisement

শিলিগুড়ি খবর | Siliguri News

View More

প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না এই নিষিদ্ধ কাফ সিরাপের কেনাবেচা। এরই মধ্যে শিলিগুড়ির বাজার থেকে কেনা বেচার সময় কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ধৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করেছে। তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই কাফ সিরাপ পাচারচক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: নিয়ন্ত্রিত বাজারে নিষিদ্ধ কাফ সিরাপের কেনা-বেচা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল