আরও পড়ুন: জোর করে পোস্টে তুলে ইলেকট্রিক লাইন সারানো! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আদিবাসী কিশোরের
বোটানি বিভাগের প্রধান মনোরঞ্জন চৌধুরী জানিয়েছেন, এটি একটি পঞ্চবার্ষিকী প্রকল্প। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ল্যাব তৈরি করতে ও বিভাগীয় পরিকাঠামো উন্নয়নের জন্য বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সৌজন্যে ১ কোটি ১২ লক্ষ খরচ করে মোট ১১টি যন্ত্র স্থাপন করা হয়েছে। মাইক্রোস্কোপ, মাইনাস ৮০ ডিগ্রি, কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটর, কম্পিউটার, প্রিন্টারের মতো উন্নতমানের যন্ত্রাংশ ল্যাবে আনা হয়েছে।
advertisement
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্র বলেছেন, ‘‘এই বিভাগে বহুদিন ধরেই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাজ করার কথা পরিকল্পনা করেছিল। আজ তাদের উদ্যোগেই ‘সেন্ট্রাল ইন্সট্রুমেন্টেশন ফেসিলিটি’র পথচলা শুরু হল। গবেষণাগুলি আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই যন্ত্রাংশগুলি ভীষণ উপযোগী হবে।’’ উন্নত মানের যন্ত্রাংশের ব্যবহার শুধু এই বিভাগে নয়, বিশ্ববিদ্যালয় অন্যান্য বিজ্ঞান বিভাগ ও পারিপার্শ্বিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুবিধা নিতে পারবে বলে জানা গিয়েছে। সঙ্গে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপকরা নিত্যনতুন গবেষণা করছেন যাতে আগামীদিনে বিশ্ববিদ্যালয়ের মানন্নোয়ন আরও বৃদ্ধি পাবে বলে জানান উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।
অনির্বাণ রায়