TRENDING:

Janmashtami 2023: বাড়িতে তৈরির সময় নেই? জন্মাষ্টমীতে এই দোকানেই পেয়ে যাবেন গোপালের ‘ছাপ্পান্ন ভোগ’

Last Updated:

Janmashtami 2023: এ বার ৫৬ ভোগ তৈরি করলেন এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ী রাজীব ঘোষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনির্বাণ রায়, শিলিগুড়ি : জন্মাষ্টমীর দিন বালগোপালকে ৫৬ রকম পদ সাজিয়ে পরিবেশন করা হয়। এবার সেই ৫৬ ভোগ যদি একসঙ্গে কিনতে পাওয়া যায় ,তাহলে কেমন হয়? ঠিক এই ভাবনা থেকেই জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টিতে চমক আনলেন শিলিগুড়ির এক মিষ্টি ব্যবসায়ী।৫৬ ভোগ মিষ্টি তৈরি করলেন তিনি। মন্দির ছাড়াও বাড়ি বাড়িতে ধূমধাম করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অর্থাৎ গোপালের জন্মদিন পালন করা হয়।এই উপলক্ষে ৫৬ ধরণের মিষ্টির সম্ভার তুলে ধরলেন শিলিগুড়ির এনজেপি-র এক মিষ্টি ব্যবসায়ী। বিশেষ এই প্যাকেজে গোপালের পছন্দের ক্ষীর থেকে শুরু করে নানা মিষ্টি রাখা হয়েছে।
advertisement

কথিত, শ্রীকৃষ্ণকে এই ছাপ্পান্ন ভোগ নিবেদন করলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। তাই এ বার ৫৬ ভোগ তৈরি করলেন এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ী রাজীব ঘোষ।বেশ কয়েক বছর ধরে বিভিন্ন পুজোয় ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে চমক দিয়েছেন তিনি।এবারও তার ব্যতিক্রম হয়নি। গৃহিণীদের মুশকিল আসান করে ৫৬ ধরনের মিষ্টির প্যাকেজ তৈরি করলেন তিনি।সেই প্যাকেজে ক্ষীর, তালের বড়া, লাড্ডু, লালমোহন, সন্দেশ, পান্তুয়া সবধরণের মিষ্টিই রেখেছেন তিনি।

advertisement

এদিন রাজীব ঘোষ বলেন, ” বহুদিন ধরেই ইচ্ছে ছিল এই ধরনের কিছু করার।অবশেষে মনের ইচ্ছা পূরণ হল।৫৬ ভোগ মিষ্টির দাম রাখা হয়েছে ৮০০ টাকা, যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। সকাল থেকেই নিজেদের প্রিয় গোপালের জন্য অনেক ৫৬ ভোগ মিষ্টি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। আশা করছি সন্ধ্যার মধ্যে সমস্ত বিক্রি শেষ হয়ে যাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

মিষ্টি কিনতে এসে রুমা ঘোষ দস্তিদার জানান, “সত্যিই অভিনব এই কনসেপ্ট। একই দোকানে ৫৬ রকমের মিষ্টি আমি যদি পেয়ে যাই, এর থেকে ভাল আর কী হতে পারে।”

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Janmashtami 2023: বাড়িতে তৈরির সময় নেই? জন্মাষ্টমীতে এই দোকানেই পেয়ে যাবেন গোপালের ‘ছাপ্পান্ন ভোগ’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল