কথিত, শ্রীকৃষ্ণকে এই ছাপ্পান্ন ভোগ নিবেদন করলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। তাই এ বার ৫৬ ভোগ তৈরি করলেন এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ী রাজীব ঘোষ।বেশ কয়েক বছর ধরে বিভিন্ন পুজোয় ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে চমক দিয়েছেন তিনি।এবারও তার ব্যতিক্রম হয়নি। গৃহিণীদের মুশকিল আসান করে ৫৬ ধরনের মিষ্টির প্যাকেজ তৈরি করলেন তিনি।সেই প্যাকেজে ক্ষীর, তালের বড়া, লাড্ডু, লালমোহন, সন্দেশ, পান্তুয়া সবধরণের মিষ্টিই রেখেছেন তিনি।
advertisement
এদিন রাজীব ঘোষ বলেন, ” বহুদিন ধরেই ইচ্ছে ছিল এই ধরনের কিছু করার।অবশেষে মনের ইচ্ছা পূরণ হল।৫৬ ভোগ মিষ্টির দাম রাখা হয়েছে ৮০০ টাকা, যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। সকাল থেকেই নিজেদের প্রিয় গোপালের জন্য অনেক ৫৬ ভোগ মিষ্টি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। আশা করছি সন্ধ্যার মধ্যে সমস্ত বিক্রি শেষ হয়ে যাবে।”
মিষ্টি কিনতে এসে রুমা ঘোষ দস্তিদার জানান, “সত্যিই অভিনব এই কনসেপ্ট। একই দোকানে ৫৬ রকমের মিষ্টি আমি যদি পেয়ে যাই, এর থেকে ভাল আর কী হতে পারে।”