বলাই বাহুল্য, পুজোর আনন্দের সঙ্গে খাপ খাইয়ে গান বানিয়েছেন তাঁরা। মিউজিক ভিডিওয় দেখা যাবে অলিভিয়া সরকার, শুভরঞ্জন মুখোপাধ্যায়-সহ শিলিগুড়ির অনেক শিল্পীদের। গানের সুর বেঁধেছেন অমিত চট্টোপাধ্যায়। আয়োজক সংস্থার কর্নধার সমীর চন্দ্র বলেন, “আমি যেহেতু শিলিগুড়ির ছেলে, সব সময় চেয়েছি শহরের জন্য কিছু করতে। তাই নতুন উপহার আমার এই গান।” তাঁর কথায়, শিলিগুড়ির শিল্পীরা যাতে আরও মেইনস্ট্রিম ছবির দিকে এগিয়ে যেতে পারে, তার কাজ তিনি দীর্ঘদিন ধরেই করে আসছেন। এই গানেও শিলিগুড়ির শিল্পীরাও কাজ করেছে। শহরবাসীকে পুজোর উপহার দিতে তথা নতুন প্রজন্মের শিল্পীদের এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ।
advertisement
আরও পড়ুন: পর্যটকদের জন্য বিরাট খবর! বোরোলির ঝাল থেকে শুঁটকি, নানা পদের আয়োজন জলদাপাড়ায়
আরও পড়ুন: হরিদার চপে মন মজেছে জেলাবাসীর! প্রতিদিন কত টাকার বিক্রি শুনলে চোখ উঠবে কপালে
সংস্থার প্রশিক্ষক তথা শিল্পী সোনালি দেবী বলেন , “পুজোর গানে আমরা আবদ্ধ সকলেই। এ বারের গানেও আমরা আবার সবাই একসঙ্গে আনন্দ করব। আমাদের এই গান আশাকরি সবার পছন্দ হবে। সকলে আমাদের গান শোনার অনুরোধ জানাচ্ছি। শুভরঞ্জন মুখার্জি, “পুজোর গান সব সময় বিশেষ। এই গানের অংশ হতে পেরে সত্যি খুব আনন্দিত আমরা। সকলকে আমাদের গান শোনার অনুরোধ করব।” নস্টালজিয়ায় বুঁদ হয়ে থাকা বাঙালির কাছে পুজোর গান মানেই অন্যরকম একটি আনন্দ। ইমন ও স্নিগ্ধজিতের এই গান সেই আনন্দ দ্বিগুণ করবে বলে আশাবাদী সকলে।
অনির্বাণ রায়