প্রসঙ্গত, এর আগেও আইটি পার্কে অবৈধ কলসেন্টারে হানা দিয়েছে সিআইডি। ধরা পড়েছিল বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতা, সল্টলেক, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর এইরকম শহর গুলিতে কল সেন্টারের অনেক অফিস রয়েছে।
আরও পড়ুন ঃ এ যেন এক অদ্ভুত টোটো! শিলিগুড়ির ঘটনা জানলে অবাক হবেন
advertisement
এর মধ্যে ভুয়ো অফিসগুলিতে নানান আর্থিক প্রলোভন দেখিয়ে তরুন তরুণীদের কাজে ঢোকানো হয়। নিয়ে তারপর চলতে থাকে প্রতারণা।বিশেষ করে বিদেশী নাগরিকদের টার্গেট করা হয়, কারন তাতে পুলিশে অভিযোগ দায়েরের সম্ভাবনা কম থাকে।
কয়েক মাস আগে শিলিগুড়ি আইটি পার্কে আরেকটি অবৈধ কল সেন্টারে হানা দিয়েছিলেন সিআইডি কর্তারা। সেই সময় কল সেন্টারটি থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু এরপরও সেখানে কীভাবে অবৈধ কলসেন্টার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ওই অবৈধ কলসেন্টারগুলিতে পুলিশের অভিযান চলেছে। আরও কোথাও এমন অবৈধ কল সেন্টার রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অনির্বাণ রায়