TRENDING:

Durga Puja Travel 2022|| পর্যটকদের জন্য সুখবর! নতুন ১০ পর্যটন কেন্দ্রের হদিশ দিল জিটিএ

Last Updated:

GTA finds 10 new tourist location: পর্যটকদের জন্য সুখবর।আগামী দুই মাসের মধ্যে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় অন্তত ১০ টি পর্যটনের নতুন ঠিকানা ঘোষণা করতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (‌জিটিএ)‌।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: পর্যটকদের জন্য সুখবর। আগামী দু-মাসের মধ্যে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় অন্তত ১০টি পর্যটনের নতুন ঠিকানা ঘোষণা করতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (‌জিটিএ)‌। জানালেন, রাজ্য সরকারের ইকো-‌টুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু । শুধু তাই নয়, রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (‌অ্যাক্ট)‌ গোটা উত্তরবঙ্গে ২০২৩ সালের বিশ্ব পর্যটন দিবসের আগেই ৭৫টি নতুন গন্তব্য তৈরি করবে বলেও জানিয়েছেন তিনি। যেখানে পর্যটকরা নিশ্চিন্তে ছুটি কাটিয়ে আসতে পারবেন।
advertisement

মূলত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উৎসবকে সামনে রেখেই পর্যটনের এই ৭৫টি নতুন ঠিকানা তৈরির কর্মযজ্ঞ চলছে। নতুন ঠিকানাগুলি শুধুই পাহাড় কিংবা ডুয়ার্স ভিত্তিক হবে না, বরং উত্তরবঙ্গের প্রতিটি জেলা ঘিরেই এই পর্যটন কেন্দ্রগুলি প্রস্তুত করার কাজ চলছে। মালদহের গৌড়, দক্ষিণ দিনাজপুরের বাণগড়ের মতো ঐতিহাসিক নিদর্শন, উত্তর দিনাজপুরের পাখিরালয়, কোচবিহারের রাজবাড়ি ইত্যাদিকে কেন্দ্র করে বিশেষত হোম-‌স্টে ভিত্তিক নতুন গন্তব্যগুলি তৈরির কাজ চলছে।

advertisement

আরও পড়ুনঃ ফের পাচার! ফের টাকা! বাংলাদেশ পাচারের আগে উদ্ধার গাড়ি ভর্তি গবাদি পশু

রাজ বসু জানান, সাম্প্রতিক সময়ে হোম-‌স্টে ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। এ বার পুজোয় ঠাসা ভিড় প্রায় প্রতিটি হোম-‌স্টেতে। ফলে মানুষ যে ক্রমশ হোম-‌স্টের প্রতি আকর্ষিত হচ্ছে, সেটা মাথায় রেখেই আমরা এমন গ্রামীণ পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে উত্তরবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, জনজাতি গ্রামকে ঘিরে নতুন নতুন গন্তব্য তৈরি করছি আমরা। সেখানে কোনও বাড়িতেই হোম-‌স্টের সুবিধা তৈরি করে পর্যটকদের আমন্ত্রণ জানানো হবে। আমাদের বিশ্বাস মনুষ সেটাকেও দারুন ভাবে নেবে। এতে করে উত্তরবঙ্গের পর্যটন এলাকা বৃদ্ধি হবে। সব ধরনের পর্যটক পাব আমরা।’‌

advertisement

View More

এ ছাড়াও আঞ্চলিক পর্যটনকে প্রচারের আলোয় নিয়ে আসতে ট্যুরিজম ডে ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আজ থেকে আগামী ২৭ এ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সপ্তম ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Durga Puja Travel 2022|| পর্যটকদের জন্য সুখবর! নতুন ১০ পর্যটন কেন্দ্রের হদিশ দিল জিটিএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল