তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাটু বানিয়ে দেবেন এই শিল্পী। তাও একেবারে বিনামূল্যে। এমন একটি পোস্ট ফেসবুকে করার পর থেকেই রীতিমত যোগি ট্যাটু সেন্টারে ফোন আসতে শুরু করে । প্রথমে সকলে বিষয়টিকে গুরুত্ব না দিলেও। পরে যোগিবাবুর কথায় বুঝতে পারে যে সত্যিই বিনামূল্যেই ট্যাটু বানিয়ে দেবেন তিনি। এমন মুখের ট্যাটু বানাতে কমপক্ষে ২০০০ টাকা খরচ করতে হয় সকলকে। তবে তিনি একদম বিনামূল্যেই বানিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি।
advertisement
আরও পড়ুন: আলিয়া কিন্তু আলিয়া নয়! কে বলুন তো এই মেয়ে? ৯৯ শতাংশ মানুষ চিনতে পারছে না! ভাইরাল
আরও পড়ুন:
যোগি ট্যাটু সেন্টারের কর্নধার যোগি বাবুর কথায়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোক ভীষণ পছন্দ করে এবং তারাই ভীষণ ট্রেন্ডিং । তাই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। একইসঙ্গে তার দোকানের প্রচার হয়ে যাবে। এছাড়াও যোগি ট্যাটু সেন্টারে বিশেষ দিন উপলক্ষ্যে নানান রকম অফার চলতেই থাকে। যোগিবাবু জানান, ” এখনও পর্যন্ত যদিও কেউ ট্যাটু বানায়নি। তবে কেউ যদি বানাতে চায় তাহলে তাদের জন্য আগামী ১১ জুলাই পর্যন্ত আমি বিনামূল্যে ট্যাটু বানিয়ে দেব। আগামী লোকসভা ভোটে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যাটু বানানোর কথা ভাবছি। “
অনির্বাণ রায়