TRENDING:

Siliguri News: শুধু এনডিএ ইন্ডিয়া নয়, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে ২৫ জুলাই থেকেই ভোটার তালিকায় সংযোজন ও ত্রুটি সংশোধনের প্রক্রিয়া শুরু হবে রাজ্য জূড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এমনটাই জানালেন রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আরিজ আফতাব।
advertisement

লোকসভা নির্বাচনের আগে ২৫ জুলাই থেকেই ভোটার তালিকায় সংযোজন ও ত্রুটি সংশোধনের প্রক্রিয়া শুরু হবে রাজ্য জূড়ে। রাজ্যের নির্বাচন আধিকারিকদের সেই সংক্রান্ত কাজ সুচারু করতে নতুন অ্যাপ এনেছে নির্বাচন কমিশন। যার নাম ইরোনেট ২.০ (ERONET 2.0)। এ দিন শিলিগুড়ির একটি হোটেলে লোকসভা নির্বাচনের আগে সেই সংক্রান্ত বিষয়ে উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও রাজ্যের নির্বাচনি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। বৈঠকের পাশাপাশি এদিন এক দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।

advertisement

কেন্দ্রীয় নির্বাচনি আধিকারিক আরিজ আফতাব বলেন, “নতুন অ্যাপ আনা হয়েছে। সেই অ্যাপে কাজ করতে আরও সুবিধা হবে। তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন।”

তিনি জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই নিয়েই এ দিনের এই বৈঠক ও প্রশিক্ষণ শিবির। নির্বাচনের আগে ড্রাফট পাবলিকেশন সংক্রান্ত নিয়ে বৈঠক হয়েছে। ব্লক স্তরের আধিকারিকদের ক্ষেত্রে এ দিনের বৈঠকে বেশি জোর দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যের প্রত্যেক ব্লকে সার্ভে হবে। ২৫ জুলাই থেকে সেই কাজ শুরু করা হবে।

advertisement

View More

শিলিগুড়ি খবর | Siliguri News

ব্লক স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি ভোটার তালিকায় নাম সংযোজন ও ত্রুটি সমাধানের ফর্ম বিলি করবেন। এ ছাড়াও বিভিন্ন ক্যাম্প করে প্রচার চালানো হবে। ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোনও অভিযোগ বা সংশোধন থাকলে তা করার পর ১ জানুয়ারি ২০২৪ য়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শুধু এনডিএ ইন্ডিয়া নয়, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল