TRENDING:

Siliguri News : পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা! বিনামূল্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে ই-রিকশা কাকু

Last Updated:

ই-রিকশায় চেপে স্বচ্ছন্দে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরাও। পরীক্ষার দিনগুলিতে এ ভাবেই বিনামূল্যে পরিষেবা দেবেন শিলিগুড়ির ই-রিকশা চালকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : ই রিকশায় চেপে স্বচ্ছন্দে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরাও। পরীক্ষার দিনগুলিতে এ ভাবেই বিনামূল্যে পরিষেবা দেবেন শিলিগুড়ির ই-রিকশা চালকেরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। স্বাভাবিক ভাবেই খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
advertisement

রাজ্যজুড়ে চলছে উচ্চমাধ্যমিক। কারও পরীক্ষার সিট পড়েছে বাড়ি থেকে ৩ কিলোমিটারের মধ্যে, কারও বা ১০ কিলোমিটার পর্যন্ত। অনেকেই চিন্তিত ছিলেন কীভাবে সময়ে পৌঁছবেন। তাদের চিন্তা মুক্ত করতেই পরীক্ষার কয়দিন বিনামূল্যে ই-রিকশা পরিষেবা দেওয়ার কথা ভাবলেন দার্জিলিং জেলা INTTUC-র অন্তর্গত শিলিগুড়ি টাউন ব্লক-২।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-শিলাবৃষ্টি-ঝড়ের প্রবল দুর্যোগ জেলায় জেলায়, কাটবে না গোটা সপ্তাহেও! আবহাওয়ার বড় খবর

advertisement

দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে, জেলা সহ সভাপতি সাধন রায়, ব্লক-২ সভাপতি সুজিৎ ভৌমিক, জেলা সদস্য প্রদীপ মজুমদার, কার্যত এদের উদ্যোগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ই-রিকশা পরিষেবা শুরু করা হল সম্পূর্ণ বিনামূল্যে। যা বাস্তবায়ন করবে ই-রিকশা ইউনিয়নের সভাপতি রাকেশ পাল।

View More

টাউন ২ ব্লকের ১৭টি ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে। এছাড়াও আশিঘর মোড়, জলেশ্বরী, কানকাটা মোড়, হাতিয়াডাঙ্গা, ফকদই বাড়ি এলাকার ছাত্র-ছাত্রীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছবে ই-রিকশা চালকরা।প্রায় ৫০টি ই-রিকশা এই কাজ করবে। যে ই-রিকশাগুলি এই পরিষেবা দিচ্ছে সেগুলিতে সাঁটানো হয়েছে পোস্টার। আজ শিলিগুড়ি পুরনিগমের ২২নং ওয়ার্ডের অরবিন্দ পল্লী সমর বিড়ি ফ্যক্টরি থেকে এই পরিষেবার শুভ সূচনা করা হয়।

advertisement

আরও পড়ুন: পরণে ‘কাছা’, বাবার মুখাগ্নি করে উচ্চমাধ্যমিক পরীক্ষা, পড়ুয়ার লড়াইকে কুর্নিশ শিক্ষকদের

ই-রিকশা ইউনিয়নের সভাপতি রাকেশ পাল জানান, "প্রায় ৫০টি ই-রিকশা এই কাজ করবে। যে ই-রিকশা গুলি এই পরিষেবা দিচ্ছে সেগুলিতে সাঁটানো হয়েছে পোস্টার। পরীক্ষার্থীরা সেইসব ই-রিকশাতে উঠলেই বিনামূল্যে পৌঁছে যেতে পারছেন পরীক্ষা কেন্দ্রে। শিলিগুড়ির ভুটিয়া মার্কেট, জুয়েল ক্লাব, আমতলা ক্লাব, দুধ মোড়, পাল পাড়া মোড়, বান্ধব সংঘ ক্লাব, বাগরাকোট, সুভাষপল্লি বাজার, জেলখানা মোড়, রবীন্দ্রসংঘ ক্লাব, সমর বিড়ি মোড়, শিলিগুড়ি পার্ক মোড়, ফুলেশ্বরী মোড়, টিকিয়াপাড়া মোড়, দাদাভাই মোড়, গোপাল মোড় এইসমস্ত জায়গা থেকে মিলবে পরিষেবা।

advertisement

এ ছাড়া শহরের বাইরে আশিঘর মোড়, জলেশ্বরী, কানকাটা মোড়, হাতিয়াডাঙ্গা, ফকদই বাড়ি এলাকার ছাত্র-ছাত্রীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছবে ই-রিকশা চালকরা। পরীক্ষার কয়েকটা দিন পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এই কাজ করছেন তাঁরা। অনেকেই অনেক দূর থেকে আসছে। তাই এই সহযোগিতা।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা! বিনামূল্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে ই-রিকশা কাকু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল