TRENDING:

Darjeeling News: পর্যটকদের জন্য দুঃসংবাদ! আগামী তিন মাস পাহাড়ে বন্ধ থাকবে একাধিক পরিষেবা, জানুন!

Last Updated:

Darjeeling News: তীব্র গরমে পাহাড়মুখি হচ্ছে পর্যটকরা । তবে পর্যটকদের জন্য রয়েছে খরাপ খবর। কারণ আগামী তিন মাস পাহাড়ে বন্ধ থাকছে সমস্তরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: তীব্র গরমে পাহাড়মুখি হচ্ছে পর্যটকরা । তবে পর্যটকদের জন্য রয়েছে খরাপ খবর। কারণ আগামী তিন মাস পাহাড়ে বন্ধ থাকছে সমস্তরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল এডমিনিস্ট্রেশন (জিটিএ), দার্জিলিং ও কালিম্পং জেলা পুলিশ প্রশাসন।
advertisement

মূলত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত। আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে রিভার র‍্যাফটিং, প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং, হাইকিং, ট্রেকিংয়ের মতো সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস। এতে কিছুটা হলেও মনমরা পর্যটকরা।

গত তিনদিন পাহাড় জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে তাতে জলস্তর বেড়েছে তিস্তা, রংফুর মতো পাহাড়ি নদীগুলিতে। পাহাড়ের একাধিক জায়গায় ধসের ঘটনাও ঘটেছে। অন্যদিকে, এই সময়টিই বন্যপ্রাণীদের জন্য প্রজননের আদর্শ সময়। এই সব কারণের জন্যই আগামী তিনমাসের জন্য অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সঙ্গে যারা জড়িত সেইসব সংস্থা, সংগঠন ও স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেন জিটিএ ও দুই জেলার পুলিশ প্রশাসন আধিকারিকরা। সেই বৈঠকেই ওই সিদ্ধান্তের কথা জানানো হয়।

advertisement

View More

দার্জিলিং খবর | Darjeeling News

প্রসঙ্গত, দার্জিলিংয়ে সিঙ্গালিলা জাতীয় অভয়ারণ্য, টাইগার হিল-সহ একাধিক জায়গায় ট্রেকিং ও হাইকিং হয়ে থাকে। অন্য দিকে ত্রিভেনিতে ক্যাম্পিং ও তিস্তায় রিভার র‍্যাফটিং হয়ে থাকে। কালিম্পংয়ে বিখ্যাত প্যারাগ্লাইডিং। এইসব বন্ধ থাকছে আগামী তিনমাস। এদিকে, টানা বৃষ্টির জেরে এখনও বহু পর্যটক সিকিমে আটকে রয়েছেন। মূলত পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

জিটিএ চিফ ট্যুরিজম কো-অর্ডিনেটর দাওয়া শেরপা বলেন, “এবার রেকর্ড গরম পরেছিল পাহাড়ে। কিন্তু তা সত্ত্বেও দারুণ পর্যটক এসেছে পাহাড়ে। তবে এখন বর্ষাকাল শুরু হচ্ছে। এই সময় অ্যাডভেঞ্চার ট্যুরিজম পর্যটকদের জন্য বিপজ্জনক। সেই কারণে সমস্তরকম অ্যাডভেঞ্চার ট্যুরিজম আগামী তিন মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে।” দক্ষিণ ভারত থেকে আগত এক পরিবার জানায়, “আমরা এই প্রথম পাহাড়ে ঘুর‍তে এসেছি। ইচ্ছে ছিল র‍্যাফটিং করার ৷ কিন্তু এসে শুনছি সেটা বন্ধ করা হয়েছে। সেই জন্য একটু খারাপ লাগছে ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Darjeeling News: পর্যটকদের জন্য দুঃসংবাদ! আগামী তিন মাস পাহাড়ে বন্ধ থাকবে একাধিক পরিষেবা, জানুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল