আরও পড়ুন: নিম্নচাপের বৃষ্টিতে ভাঙল তিনটি বাড়ি, অল্পের জন্য রক্ষা দুই ব্যক্তির
সম্প্রতি কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল আয়োজিত বৈঠকে সিআইআই-এর উত্তরবঙ্গ জোনের চেয়ারম্যান প্রদীপ আগরওয়াল, কলেজের অধ্যক্ষ ড: সুজিত ঘোষ, পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল, কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর সহ অধ্যাপকরা উপস্থিত ছিলেন। আগামী ১০ থেকে ১৭ অক্টোবরের মধ্যে শিলিগুড়ি কলেজের সঙ্গে সিআইআই-এর মৌ সাক্ষর হতে চলেছে বলে জানা গিয়েছে।
advertisement
এই প্রসঙ্গে শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর জানান, অনেক সময় কলেজ পাশ করার পরে ছাত্রছাত্রীরা চাকরি না পেয়ে দিকভ্রান্ত হয়ে পড়ে। তাই কলেজ থেকেই যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তবে পড়ুয়ারা উপকৃত হবে। এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ১৭ অক্টোবর সিআইআই-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা আছে। কলেজের বাছাই করার পড়ুয়াদের যাতে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় সেই প্রচেষ্টা করা হচ্ছে।
কলা বিভাগ থেকে পাশ করা পড়ুয়াদের কী করে শিল্পতালুকে কাজের ব্যবস্থা করে দেওয়া সম্ভব তা নিয়ে অনেকের প্রশ্ন আছে। কেননা সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়ে প্রয়োজন হয়। প্রদীপ আগরওয়ালের বক্তব্য, প্রথম কোনও কলেজের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হল। শিল্পের ক্ষেত্রে উপযুক্ত ছেলেমেয়ে চেয়েও মিলছে না। মার্কেটিং, মেইনটেনান্স, ব্যাক অফিস, স্টোর কিপিং সহ বিভিন্ন কাজ থাকে। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি স্কিমের মাধ্যমে কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়ে বাজার উপযোগী করে তোলার চিন্তাভাবনা চলছে।
অনির্বাণ রায়





