বুধবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের জলপাইগুড়ি সংলগ্ন রানিনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করে বনকর্মীরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার বার্মাটিক। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। ধৃত হরিয়ানার বাসিন্দা।
আরও পড়ুন: সেতু আছে কিন্তু তাতে ওঠার রাস্তা নেই! ক্ষোভে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক
advertisement
প্রসঙ্গত, বেলাকোবা রেঞ্জ ও শিলিগুড়ি এসটিএফের যৌথ অভিযানে মাঝে মধ্যেই এরকম কাঠ পাচার চক্রের হদিশ পাওয়া যাচ্ছে। আর সেটাই চোরা কারবারীদের কাছে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও তাতে কাঠ পাচারে বিন্দুমাত্র ছেদ পড়ছে না।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, চালককে জেরা করা হয়েছে। তার থেকে জানা গিয়েছে গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। চালকের নাম অজিত রাও। তার বাড়ি হরিয়ানায়। তবে এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। মাঝে মধ্যেই এমন কাঠ পাচার হচ্ছে ওই এলাকা দিয়ে। আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বন দফতরের। তবে মূল পান্ডাকে ধরার সবরকম চেষ্টা চলছে। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
অনির্বাণ রায়