আরও পড়ুন: ভাল ফসল পেতে পলিহাউস তৈরিতে জোর
শিলিগুড়ির কাপস অফ আর্ট বলে স্টুডিও ক্যাফেতে এই এক্সিবিশন শুরু হয়েছে যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। মূলত শিল্পীদের কাজ তুলে ধরার লক্ষ্যেই এমন একটি জায়গার গড়ে তুলেছিলেন এই স্টুডিও ক্যাফের অন্যতম কর্ণধার শুভ্রনীল দত্ত। এখানে শিল্পীরা যেমন তাঁদের চিত্রকলার প্রদর্শনী করতে পারবেন তেমনই ক্যাফের সঙ্গে স্টুডিওর আনন্দ নিতে পারবেন সকলে। ঠিক সেই দিকটাতেই ধাপে ধাপে এগিয়ে চলছেন তাঁরা। শহর তথা বিভিন্ন জেলার শিল্পীরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এমন একটি জায়গা সত্যিই শিল্পীদের প্রয়োজন।
advertisement
ভাস্কর্য শিল্পী শিবেন চট্টোপাধ্যায় বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই শিল্পকাণ্ডের সঙ্গে জড়িত। এমন একটি জায়গায় এসে সত্যিই আমার ভীষণ ভাল লাগছে। মানুষ ছবি, ভাস্কর্যের সঙ্গে কীভাবে নিজেদের ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারবে তারই একটা প্রক্রিয়া চলছে।’ আরেক চিত্রশিল্পী শম্পা কর বলেন, ‘চাঁদের সঙ্গে আমাদের বরাবরই মায়া রয়েছে, থিম যেহেতু ছিল ‘এক টুকরো চাঁদের মাটি’ তাই সব শিল্পীরাই নিজেদের কল্পনায় যেমন ছবি এঁকেছে, সেই ছবিগুলি এই প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে। এখানে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভাল লাগছে।’ অন্যদিকে স্টুডিও ক্যাফের কর্ণধার শুভ্রনীল দত্ত বলেন, ‘যাদের কথা ভেবে আমরা এই জায়গাটি তৈরি করেছিলাম তাঁদের সঙ্গে চলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আগামীতে আরও নতুন কর্মকাণ্ডের সঙ্গে সকলের কাছে পৌঁছে যেতে চাই।’
অনির্বাণ রায়