আঠারো বছরের কম ও বেশি বয়সিরা তাঁদের জন্য নির্ধারিত ক্যাটেগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সেরা চিঠি-লিখিয়েদের জন্য থাকছে নানা ধরনের আর্থিক পুরস্কারের ব্যবস্থা। আঞ্চলিক এবং জাতীয় স্তরে এই প্রতিযোগিতা হবে। ডাক বিভাগের পক্ষে ফিলাটেলিক বিউরো চিফ রতন সরকার জানিয়েছেন, “১৮ বছরের নীচে যাঁরা রয়েছেন, তাঁরা একটি ক্যাটেগরিতে থাকবেন। বাকিরা থাকবেন অপর ক্যাটেগরিতে। প্রতিটি ক্যাটেগরিতে দু’টি বিভাগ থাকবে। একটি খাম বিভাগ, অন্যটি ইনল্যান্ড লেটার বিভাগ। যাঁরা খাম বিভাগে অংশ নেবেন, তাঁরা এক হাজার শব্দের মধ্যে চিঠি লিখবেন। ইনল্যান্ড লেটারে শব্দ সংখ্যা সর্বাধিক ৫০০। আগামী ৩১ আগস্ট এর মধ্যে চিঠি পাঠাতে হবে ডাক বিভাগে।”
advertisement
ডাক বিভাগের কর্তারা জানাচ্ছেন, প্রতিটি সার্কেলে এই প্রতিযোগিতা হবে। প্রতিটি ক্যাটেগরির প্রতিটি বিভাগে সেরা তিনটি চিঠি নির্বাচন করা হবে। সেখানে পুরস্কার মূল্য ২৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা। সার্কেলের সেরা চিঠিগুলি সর্বভারতীয় স্তরে নির্বাচনের জন্য যাবে। সেখানে সেরা তিনটি বিভাগে পুরস্কার মূল্য ৫০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকা।