TRENDING:

Siliguri News : শীতে নয়া ঠিকানা ভুটিয়া মার্কেট! অনলাইন নয়, শীতের কাপড় কিনতে ভিড় জমছে এখানেই

Last Updated:

Siliguri News : অনলাইন শপিং এর জমানায় শীতের কাপড় কিনতে আজও ভরসা ভুটিয়া মার্কেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: অনলাইন শপিং-এর জমানায় শীতের কাপড় কিনতে আজও ভরসা ভুটিয়া মার্কেট। দীর্ঘ ৫০ বছর ধরে চলে আসছে শিলিগুড়ির ভুটিয়া মার্কেট গোটা শীতকাল জুড়ে এই বাজার বসে। দূর দূর থেকে এসে রকমারি শীত বস্ত্রের সম্ভার নিয়ে ভুটিয়া সহ বাঙালিরা এখানে পসরা সাজিয়ে বসে।
advertisement

মার্চ মাস পর্যন্ত তাঁদের এই দোকান থাকবে হাকিমপাড়া এলাকায়। ডিসেম্বরের শুরুতে ঠান্ডা তেমন না থাকলেও শীতের আমেজ এখন চারপাশে। আলমারি থেকে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে পুরনো সোয়েটার থেকে শুরু করে টুপি-চাদর-কম্বল। তবে নতুন শীত পোশাক ছাড়া যেন শীতকালটা ঠিক জমেনা। আর শীত মানেই শিলিগুড়ির ভুটিয়া মার্কেট। অনলাইনের জমানায় অর্ডার করলেই জিনিস পাওয়া গেলেও শীত বস্ত্র সকলে দেখেই কিনতে চায়। ধীরে ধীরে বাজার জমতে শুরু করেছে ভুটিয়া মার্কেটে। হরেন মুখার্জি রোডের এই বাজার শিলিগুড়ির বাসিন্দাদের অত্যন্ত প্রিয়।

advertisement

আরও পড়ুন : শতরূপ-পহেলির বিয়ের দশ দিন! টলিউড থেকে রাজনীতি, বিয়ের ভিডিওতে চাঁদের হাট... কে কে রয়েছে নিমন্ত্রিতদের তালিকায়?

নানান রকমের উলের সোয়েটার, ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে, টুপি সবটাই এই বাজারে পাওয়া যায়। এবং প্রতিবছরই থাকে নতুনত্ব। এদিন বাগডোগরা থেকে আসা রিয়া বসাক বাজার করতে এসে জানায় যে পাঞ্জাবে পড়াশোনার জন্য থাকে সে, প্রচন্ড ঠান্ডা সেখানে। কিন্তু অনলাইন জিনিস গুলি তেমন পছন্দ নয়। তাই বাড়িতে ছুটি কাটাতে এসেই সে চলে এসেছে ভুটিয়া মার্কেটে। রিয়া আরও বলে যে শীত কাল পড়লেই ভুটিয়া মার্কেটের কথা মনে পড়ে।

advertisement

আরও পড়ুন : TRP-তে বড় চমক! ফের জগদ্ধাত্রীর জয়জয়কার! প্রথম সপ্তাহেই বাজিমাত এই সিরিয়ালের

অন্য দিকে ব্যবসায়ী বাপ্পা গোস্বামী জানান যে, দীর্ঘ ৪০-৫০ বছর ধরে তারা এই ব্যবসা করে আসছে। বাজারে দোকান থাকলেও শীতকাল জুড়ে ৪ মাস ব্যাপী তাদের এই দোকান ভুটিয়া মার্কেটে থাকে। করোনার কারণে গত দুবছর সেভাবে বাজার হয়নি তবে তাঁরা এইবার আশাবাদী ভালো ব্যবসা করবে। অনলাইন মার্কেটের জন্য তাদের ব্যবসা কমে যাচ্ছে কিনা সে কথা জিজ্ঞেস করতেই তিনি জানান শীতকালীন বস্ত্র মানুষ দেখে পড়ে সামনে দেখেই কিনতে চায়। তাই আমরা মনে করি না তাতে কোন প্রভাব পড়বে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : শীতে নয়া ঠিকানা ভুটিয়া মার্কেট! অনলাইন নয়, শীতের কাপড় কিনতে ভিড় জমছে এখানেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল