মার্চ মাস পর্যন্ত তাঁদের এই দোকান থাকবে হাকিমপাড়া এলাকায়। ডিসেম্বরের শুরুতে ঠান্ডা তেমন না থাকলেও শীতের আমেজ এখন চারপাশে। আলমারি থেকে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে পুরনো সোয়েটার থেকে শুরু করে টুপি-চাদর-কম্বল। তবে নতুন শীত পোশাক ছাড়া যেন শীতকালটা ঠিক জমেনা। আর শীত মানেই শিলিগুড়ির ভুটিয়া মার্কেট। অনলাইনের জমানায় অর্ডার করলেই জিনিস পাওয়া গেলেও শীত বস্ত্র সকলে দেখেই কিনতে চায়। ধীরে ধীরে বাজার জমতে শুরু করেছে ভুটিয়া মার্কেটে। হরেন মুখার্জি রোডের এই বাজার শিলিগুড়ির বাসিন্দাদের অত্যন্ত প্রিয়।
advertisement
নানান রকমের উলের সোয়েটার, ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে, টুপি সবটাই এই বাজারে পাওয়া যায়। এবং প্রতিবছরই থাকে নতুনত্ব। এদিন বাগডোগরা থেকে আসা রিয়া বসাক বাজার করতে এসে জানায় যে পাঞ্জাবে পড়াশোনার জন্য থাকে সে, প্রচন্ড ঠান্ডা সেখানে। কিন্তু অনলাইন জিনিস গুলি তেমন পছন্দ নয়। তাই বাড়িতে ছুটি কাটাতে এসেই সে চলে এসেছে ভুটিয়া মার্কেটে। রিয়া আরও বলে যে শীত কাল পড়লেই ভুটিয়া মার্কেটের কথা মনে পড়ে।
আরও পড়ুন : TRP-তে বড় চমক! ফের জগদ্ধাত্রীর জয়জয়কার! প্রথম সপ্তাহেই বাজিমাত এই সিরিয়ালের
অন্য দিকে ব্যবসায়ী বাপ্পা গোস্বামী জানান যে, দীর্ঘ ৪০-৫০ বছর ধরে তারা এই ব্যবসা করে আসছে। বাজারে দোকান থাকলেও শীতকাল জুড়ে ৪ মাস ব্যাপী তাদের এই দোকান ভুটিয়া মার্কেটে থাকে। করোনার কারণে গত দুবছর সেভাবে বাজার হয়নি তবে তাঁরা এইবার আশাবাদী ভালো ব্যবসা করবে। অনলাইন মার্কেটের জন্য তাদের ব্যবসা কমে যাচ্ছে কিনা সে কথা জিজ্ঞেস করতেই তিনি জানান শীতকালীন বস্ত্র মানুষ দেখে পড়ে সামনে দেখেই কিনতে চায়। তাই আমরা মনে করি না তাতে কোন প্রভাব পড়বে ।
অনির্বাণ রায়