TRENDING:

Jamaisasthi 2023|| Siliguri News: মিষ্টির দোকানে আম আপেল, কলা, স্ট্রবেরি! ফল নাকি মিষ্টি? অভিনবত্বের জাদুতে জামাইষষ্ঠীতে লম্বা লাইন

Last Updated:

সাধারণত শ্বশুরবাড়ি যাওয়ার সময় জামাইকে ফল, মিষ্টি নিয়ে যেতে হয়। এই কথা চিন্তা করেই ফলের মত মিষ্টি বানাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: জামাই ষষ্ঠী বলে কথা, বাজারে সব জিনিসের দাম আগুন হলেও কোনও পরোয়া নেই জামাই থেকে শ্বশুরবাড়ির কারও। সকাল থেকে জামাইকে আদর-সম্মানের জন্য শ্বশুরবাড়ির লোকজন হাজির মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে হাজির জামাইও। সাধারণত শ্বশুরবাড়ি যাওয়ার সময় জামাইকে ফল, মিষ্টি নিয়ে যেতে হয়। এই কথা চিন্তা করেই ফলের মত মিষ্টি বানালো “ঘোষ সুইটস।
advertisement

আম, আপেল, কলা, স্ট্রবেরি, গাজর, তরমুজ, পেয়ারা থেকে শুরু করে আরও নানান ধরনের ফলের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। যার প্রতিটির মূল্য ১৫ টাকা থেকে শুরু হয়ে ৪০ টাকা পর্যন্ত।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জামাইষষ্ঠীর বাজার জামাই আদরের জন্য মাছ ,মাংস ফলের পাশাপাশি মিষ্টিও কিনছেন শ্বশুর শাশুড়িরা।

advertisement

তবে শিলিগুড়ির এই মিষ্টির দোকানে এসে রীতিমতো অবাক সকলে। মিষ্টির দোকানে এত ফল কি করছে? প্রশ্ন করতেই ওপাশ থেকে উত্তর আসে, “এগুলো ফল নয় এগুলো সব ক্ষিরের মিষ্টি।” সত্যিই না দেখলে বিশ্বাস করা যাবে না, হুবহু ফলের মত দেখতে মিষ্টি তৈরি করেছে শুধুমাত্র জামাইষষ্ঠী বলে। জামাইয়ের পাতে যেন সুন্দর করে সাজানো থাকে সেই ফলগুলি, সেই চিন্তা ভাবনা করেই এমন মিষ্টি বানানোর উদ্যোগ।

advertisement

দোকানের কর্ণধার তপন ঘোষ জানান,” আমাদের দোকানের মিষ্টি বরাবরই শিলিগুড়িবাসী তথা আশেপাশের এলাকায় বিখ্যাত। আমরা সবসময়ই মিষ্টির মধ্যে একটি নতুনত্ব আনার চেষ্টা করি। এবারও তাই করেছি। যেহেতু মিষ্টি ফল এগুলি শ্বশুরবাড়িতে নিয়ে যেতেই হয়, তাই ফলের মতোই মিষ্টি বানিয়ে ফেললাম৷ এবং লোকজন লুফিয়ে সেই মিষ্টি নিয়ে যাচ্ছে দোকান থেকে। জামাইয়ের জন্য মিষ্টি কিনতে আসা রিতা আচার্য জানান, “কলকাতার দিকে এই ধরনের মিষ্টির মধ্যে নতুনত্ব বরাবরই ছিল তবে শিলিগুড়িতে এমন সুন্দর মিষ্টি পাব ভাবতে পারিনি। খুব ভালো লাগছে এই মিষ্টিগুলো কিনে নিয়ে যাব এবং জামাইকে পাত পেড়ে খাওয়াব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Jamaisasthi 2023|| Siliguri News: মিষ্টির দোকানে আম আপেল, কলা, স্ট্রবেরি! ফল নাকি মিষ্টি? অভিনবত্বের জাদুতে জামাইষষ্ঠীতে লম্বা লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল