গ্রেট হর্নবিলটি ভারত, ভুটান, নেপাল, মূল ভূখণ্ড দক্ষিণ-পূর্ব এশিয়া এবং সুমাত্রার বনভূমিতে অবস্থিত। এর বিতরণ পশ্চিমঘাট এবং হিমালয়ের পাদদেশে বিভক্ত। ১৮৬০-এর দশকে রেকর্ড করা কোল্লি পাহাড়ের মতো ভারতের অনেক অংশে বন উজাড়ের পরিসর কমে গেছে।সারা বিশ্বে প্রায় ৬২টি হর্নবিল প্রজাতি রয়েছে যার মধ্যে নয়টি ভারতে থাকে।
advertisement
আরও পড়ুনঃ স্কুল ইউনিফর্মের রং বদল! ক্ষোভ অভিভাবকদের
দেশে হর্নবিলের সংখ্যা অনুমান করা কঠিন, তবে নেচার কনজারভেশন ফাউন্ডেশন (এনসিএফ) দ্বারা চালু করা একটি নাগরিক বিজ্ঞান উদ্যোগ তাদের ওয়েবসাইটে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত ভারত জুড়ে প্রায় ৯৩৮ টি হর্নবিল দেখা রেকর্ড করেছে। ভবেশ চন্দ্র সিং জানান তিনি দোকানে বসে চা খাচ্ছিলেন হঠাৎই তিনি দেখতে পান একটি কুকুর এবং হর্নবিল লড়াই করছে তৎক্ষণাৎ তিনি ছুটে গিয়ে কুকুরটিকে সরিয়ে দিয়ে হর্নবিল পাখিটিকে বাঁচিয়ে আনেন।
আরও পড়ুনঃ আনসারের গোটা ঘর মমতাময়! মুখ্যমন্ত্রী মমতাই তাঁর আইকন
তারপর সেই পাখিটিকে তিনি স্থানীয় লোকের সহায়তায় শুশ্রুষার করার চেষ্টা করেন। কুকুরের সঙ্গে লড়াই চলাকালীন পাখিটি বেশ খানিকটা আহত হয়েছিল। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বনবিভাগকে জানানো হয়। এর পরই তড়িঘড়ি বন বিভাগের কর্মীরা শিব মন্দির এলাকায় পৌঁছে রক্ষণাবেক্ষণ করেন পাখিটির। এরপর এই আহত পাখিটিকে বেঙ্গল সাফারিতে চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। মূলত বটগাছের ফল খেতে লোকালয়ে এই গ্রেট হর্নবিল পাখি দেখা যায়।
Anirban Roy