কিন্তু সেই ছবিই নাকি প্রথমে সঞ্জয় দত্তকে দেখাতে ভয় পেয়েছিলেন ‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানি ৷ কিন্তু কেন ? সম্প্রতি ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার স্বীকারও করে নেন সে কথা ৷ জানান, স্পেশ্যাল স্ক্রিনিংয়ের দিন সত্যিই ভয় পেয়েছিলেন তিনি ৷ কারণ যাঁকে নিয়ে গোটা সিনেমাটা তৈরি হয়েছে শুটিং চলাকালীন একবারও লোকেশনে যাননি তিনি ৷ কোন পথে, কীভাবে শুটিং চলছে কিছুই দেখেননি রিয়েল লাইফের সঞ্জু ৷ ফলে টেনশন ছিলই ৷
advertisement
স্ক্রিনিংয়ের আগে রাজকুমার ভেবেছিলেন, ছবি দেখে হয়তো মারতে আসবেন সঞ্জয় ৷ স্ক্রিনিংয়ের সময় পরিচালকের পাশে বসেই গোটা সিনেমাটি দেখেছিলেন সঞ্জয় ৷ সে সময় ছবি দেখার থেকে নাকি সঞ্জয়ের প্রতিক্রিয়া বেশি দেখছিলেন রাজু ৷ ছবি শেষ হওয়ার পর কিছু না বলে পরিচালক আর রণবীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সঞ্জয় ৷
আরও পড়ুন: ‘সঞ্জু’র থেকে বাদ পড়েছেন সঞ্জয় দত্তের জীবনের এই ৫ নারী!