আরও পড়ুন Cricketer Death: কেন এভাবে মৃত্যু হল উঠতি তরুণ ক্রিকেটরের? চাঞ্চল্য এলাকাজুড়ে
এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি বিবেকরাঙা বলেন, পুরুলিয়া দু নম্বর ব্লকের হাতোয়াড়াতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকটি ইউনিট স্থানান্তরিত করা হয়েছে ওই এলাকায়। যার ফলে বহু মুমূর্ষ রোগীদের নিয়ে রেলগেট পার হয়ে হাসপাতালে যেতে হয় রোগীর পরিজনদের। যে কোনও সময় হতে পারে বড়সড়ো দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন Cricketer Death: কেন এভাবে মৃত্যু হল উঠতি তরুণ ক্রিকেটরের? চাঞ্চল্য এলাকাজুড়ে
অপরদিকে এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালী বলেন, ওই লেভেল ক্রসিং এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিভিন্ন জেলা প্রশাসনিক মিটিং এ বারংবার ওই এলাকায় ওভারব্রিজ তৈরি করার দাবি রাখা হয়েছে। কাজ শুরু হওয়ার পরেও কাজ থমকে যাওয়ার কী কারণ রয়েছে তা কেন্দ্রীয় সরকারই বলতে পারবে। বিরোধীরা যে দাবি করেছে জমি সংক্রান্ত কারণে কাজ থমকে রয়েছে তার যথাযথ নথি দেওয়া হোক আমি নিজেই উদ্যোগ নিয়ে ওভার ব্রিজ তৈরির কাজ সম্পন্ন করব।
গোশালা মোড়ের লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় ওভারব্রিজ তৈরি হওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কবে এই এলাকায় ওভার ব্রিজ তৈরি হবে সেই দিকেই তাকিয়ে শহরবাসী।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়