TRENDING:

Purulia News: মদ বিক্রির বিরুদ্ধে মহিলাদের লাগাতার আন্দোলন, গ্রামে গ্রামে ফিরছে অন্য পরিবেশ

Last Updated:

এ বিষয়ে আড়শা গ্রামের এক বাসিন্দা হরিপদ মাহাতো জানান, এককালে নেশায় আসক্ত হয়ে তিনি নিজের ও পরিবারের অনেক ক্ষতি করে ফেলেছিলেন। বর্তমানে গ্রামের মদ বিক্রি বন্ধ হওয়ায় তিনি আর নেশা করেন না। এতে তাঁর পরিবারের শান্তি ফিরেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: অর্থ, শ্রম, শান্তি৷ এক মদের নেশায় তিনটেই খোয়াচ্ছিলেন জঙ্গলমহলের পুরুষরা৷ এবার ঘরের লক্ষ্মীদের লাগাতার চেষ্টায় সে বদঅভ্যাসে পড়ছে দাাঁড়ি৷ শান্তি ফিরছে প্রত্যেক পরিবারে৷ মদ বিক্রি বন্ধের দাবিতে পথে নামতে দেখা গিয়েছে জঙ্গলমহলের মহিলাদের। বহুবার রাস্তা অবরোধ করে মদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। আর তাতেই একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে পুরুলিয়ার বেশ কিছু গ্রামে। গ্রামে, গ্রামে ফিরছে শান্তি।
advertisement

আন্দোলনকারীদের দাবি ছিল, গ্রামে মদ বিক্রি হওয়ার ফলে এলাকার যুবক থেকে মধ্যবয়স্ক সকলেই হাতের কাছে মদ পেয়ে যেতেন। তাতে সংসারে অশান্তি নেমে আসত। তাই তাঁরা পথে নেমে মদ বিক্রির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে নেমেছিলেন আন্দোলনে। ‌আর সেই আন্দোলনের ফল মিলছে ধীরে ধীরে। প্রশাসনের সহযোগিতায় কোটশিলা, ঝালদা, জয়পুর, আড়শা এলাকাগুলির গ্রামে গ্রামে মদ বিক্রি বন্ধ হয়েছে। এতে সাংসারিক অশান্তি বন্ধ হয়েছে। শান্তি ফিরেছে পরিবারে।

advertisement

আরও পড়ুন: ‘ডিয়ার ফ্রেন্ড’ মোদিকে ধন‍্যবাদ পুতিনের! গ্যাস, তেল থেকে কয়লা..ভারতে পাঠাতে রাজি রুশ রাষ্ট্রপতি

এ বিষয়ে আড়শা গ্রামের এক বাসিন্দা হরিপদ মাহাতো জানান, এককালে নেশায় আসক্ত হয়ে তিনি নিজের ও পরিবারের অনেক ক্ষতি করে ফেলেছিলেন। বর্তমানে গ্রামের মদ বিক্রি বন্ধ হওয়ায় তিনি আর নেশা করেন না। এতে তাঁর পরিবারের শান্তি ফিরেছে।

advertisement

এ বিষয়ে ঝালদা এলাকার এক সমাজসেবী গোপাল চন্দ্র মাহাতো বলেন, মহিলাদের প্রতিবাদের ফলে তাদের গ্রামে মদ বিক্রি বন্ধ হয়েছে। ‌এতে গ্রামে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। এইভাবে যদি ক্রমাগত মহিলারা পথে নামেন মদ বিক্রির বিরুদ্ধে তাহলে সুষ্ঠু সমাজ গড়ে উঠবে। মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। একইভাবে প্রশাসনকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

advertisement

আরও পড়ুন: ভারতকে বিশেষ পারমাণবিক জ্বালানি উপহার…রাশিয়ার রসাটম থেকে বিশেষ বিমানে পৌঁছল দক্ষিণ ভারতে, জানেন কেন?

সেরা ভিডিও

আরও দেখুন
ইলিশ, ভোলা...! শীতের শুরুতে 'মাছে ভাতে বাঙালি'দের জন্য চরম খারাপ খবর, মাছ নিয়ে বাড়ছে আশঙ্ক
আরও দেখুন

মদের নেশায় আসক্ত হয়ে নিজের ও পরিবারের ক্ষতি করেছেন বহু মানুষ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পথে নেমেছে পুরুলিয়ার বিভিন্ন গ্রামের মহিলারা। কখনও থানায় অভিযোগ জানিয়ে কখনও আন্দোলন করে। আর তাতেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে পুরুলিয়ার জেলার বিভিন্ন গ্রামগুলিতে।

advertisement

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: মদ বিক্রির বিরুদ্ধে মহিলাদের লাগাতার আন্দোলন, গ্রামে গ্রামে ফিরছে অন্য পরিবেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল