পুরুলিয়ার অযোধ্যা, গড় পঞ্চকোট, জয়চন্ডী, বরন্তির পাশাপাশি পর্যটকদের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। 'রঞ্জনদি ড্যাম' যা 'পুরুলিয়ার সুন্দরবন' নামেই বেশি বিখ্যাত। শীত পড়তে না পড়তেই পর্যটকদের আগমন শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ার এই সুন্দরবনে।
আরও পড়ুনঃ প্রায় রোজই মিলছে দক্ষিণরায়ের দেখা, বড়দিনের ছুটিতে ঘুরে আসুন সুন্দরবন
advertisement
আদ্রা স্টেশন থেকে ১৩ কিলোমিটার দূর এবং কাশিপুর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত এই রঞ্জনডি ড্যাম। এই ড্যাম ঘিরে রয়েছে গাছের অপরূপ বিন্যাস, যা দেখতে অবিকল সুন্দরবনের মতোই। রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। নৌকা বিহারের সময় দেখা মিলতে পারে পিনটেল, বালি হাঁস-সহ নানা প্রজাতির পরিযায়ী পাখিদের। সুন্দরবনের মতোই রয়েছে একাধিক দ্বীপ। এই ড্যামকে কেন্দ্র করে তৈরি হয়েছে রিসোর্ট। তাই শীতের শুরুতেই পর্যটকেরা রঞ্জনডি ড্যামে বেড়াতে আসছেন।
রঞ্জনটি ড্যামে সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকেরা। মালভূমির মাটিতেই মিলছে সুন্দরবনের আমেজ। আগামী দিনে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রঞ্জনডি ড্যাম তথা পুরুলিয়া সুন্দরবন যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
শর্মিষ্ঠা ব্যানার্জি