লড়াকু এই নৃত্যশিল্পীকে সংবর্ধনা জানাল মানবাজার নৃত্যম কলাকেন্দ্র। মানবাজার পাথরমহড়া রাধা গোবিন্দ হলে নৃত্যম কলা কেন্দ্রের পক্ষ থেকে উত্তরীয়, পুস্পস্তবক দিয়ে লড়াকু এই নৃত্য শিল্পীকে সংবর্ধনা জানান হয়।
এ বিষয়ে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরীক্ষক ও সারেঙ্গা মিউজিক কলেজের অধ্যক্ষা শিল্পী ঘোষ সুরাল বলেন, প্রথম যখন তাঁর ক্যানসার ধরা পড়ে, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভেবেই নিয়েছিলেন তিনি আর বাঁচবেন না। কিন্তু তার নৃত্যশিক্ষার গুরু ও পরিবারের সকলে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। মনের জোরে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন।
advertisement
কথায় আছে, মনের প্রবল জোর থাকলে যে কোনও অসম্ভবকে সম্ভব করে দেখান যায়। বাস্তবে সেই কাজই করে দেখিয়েছেন নৃত্যশিল্পী তথা শিক্ষিকা শিল্পী ঘোষ সুরাল। আগামী দিনেই তিনি সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করছে জেলাবাসী।