আরও পড়ুনঃ লাখ-লাখ টাকায় বিক্রি তৃণমূলের টিকিট? তোলপাড় শাসক দল! পথে তৃণমূলই
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁদের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি। অভিষেক বন্দোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে দলের প্রার্থী নির্বাচনের জন্য তৃণমূল নেতারা ভোট দিলেও এখনও ভোটের ফলাফল পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের কাছে এসে পৌছয়নি। সেজন্যই প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তৃণমূলের পুর্ব মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন মহাপাত্র।কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেখা গেল তৃণমূলের সম্ভাব্য প্রার্থীদের নামে দেওয়াল লিকখন শুরু করে দিয়েছে তমলুকের তৃণমূল কর্মীরা।
advertisement
তমলুক ব্লকের নীলকুন্ঠ্যা অঞ্চলের গড়কিল্লা এলাকায় পঞ্চায়েত প্রার্থী অরুণ কোলে, ভবানী মান্না, মিঠু সাহু পট্টনায়কদের নামে দেওয়াল লিখন, প্রচার শুরু হয়ে গেছে। সক গ্রাম পঞ্চায়েতের প্রার্থী অরুণ কোলে, পঞ্চায়েত সমিতির প্রার্থী ভবানী মান্না এবং জেলা পরিষদ প্রার্থী মিঠু সাহু পট্টনায়েকদের নাম লিখেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। উৎসাহী তৃণমূল কর্মী এবং প্রার্থীদের সাফাই, রবিবারের দিনটিকে কাজে লাগাতেই কর্মীরা উৎসাহী হয়েই এসব করছেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।