২০২২ এর উচ্চ মাধ্যমিক মেধাতালিকায় স্থান পেয়েছে ২৭৩ জন ছাত্র-ছাত্রী। সংসদ প্রকাশিত এই মেধাতালিকায় পূর্ব মেদিনীপুর জেলা বাদ যায়নি। প্রথম থেকে পঞ্চম স্থানে কোন ছাত্র-ছাত্রী না থাকলেও, ষষ্ঠ থেকে দশম স্থানে পূর্ব মেদিনীপুর জেলার ২২ জন ছাত্র-ছাত্রী জায়গা করে নিয়েছে। নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠ থেকে স্নেহাশ্রী সামন্ত ও শিল্পা পাল ষষ্ঠ স্থান লাভ করেছে। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৩।
advertisement
স্নেহাশ্রী সামন্ত জানিয়েছে পড়াশোনার বিষয়ে সব সময় বাড়ির বাবা মা স্কুলের শিক্ষকদের সাহায্য মিলত। উচ্চ মাধ্যমিকে ভালো ফল আশা করেছিল, মেধা তালিকায় স্থান পাবে এতটা সে আশা করেনি। স্নেহাশ্রী বড় হয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়, এছাড়াও তার রসায়নের প্রতি আগ্রহ রয়েছে।স্নেহাশ্রীর সহপাঠী শিল্পা পাল ওই স্কুল থেকেই ষষ্ঠ স্থান লাভ করেছে। শিল্পা জানায়, তার স্কুলের শিক্ষকেরা তাদের বারবার বলত উচ্চমাধ্যমিকে ভালো ফল করার কথা। ভালো ফল করে উচ্চমাধ্যমিকে দাগ কাটতে পেরে সে খুশি।
Saikat Shee





