West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
আরও পড়ুনঃ হায় রে হায় ভোট! গনতান্ত্রিক উৎসবে শামিল হতে গিয়ে করুণ পরিণতি যুবকের
ভোটে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর অঞ্চলের রাধাকৃষ্ণপুর গ্ৰামের ২০৩ নম্বর বুথ। ভোট শেষ হওয়ার পর গভীর রাতে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই আশান্তি শুরু হয় এলাকায়। পুলিশ কর্মী এবং ভোট কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023) Check LIVE
আরও পড়ুনঃ পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
মারধরের তীর আই এস এফের কর্মীদের বিরুদ্ধে। আই এস এফের কর্মীদের অভিযোগ যে রাতের অন্ধকারে বাইরে থেকে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এসে মারধর করে এবং হুমকি দেয়। তাঁদের দাবি, এরপর গ্রামবাসীরাই এসে প্রতিরোধ গড়ে তুলে। পরে দেখতে পাওয়া যায় কে বা কারা ব্যালট বক্স পুকুরে ফেলে দেয়। সকালবেলা পুলিশ এসে ব্যালট বক্স পুকুর থেকে উদ্ধার করেছে।
জানা গেছে ঘটনায় আক্রান্ত হয়েছেন কর্তব্যরত প্রিজাইডিং অফিসার ও একজন পুলিশ অধিকারিক। দুজনেই পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন।