অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা৷ তৃণমূল নেতা তথা তমলুক পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে মারধর করে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মীরা৷ পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷
আরও পড়ুন: কাল পুনর্নির্বাচন, কোন জেলায় কতগুলি বুথে ফের ভোট? তালিকা প্রকাশ কমিশনের
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক ব্লকের নাইকুড়ি উচ্চ বিদ্যালয়ে স্ট্রংরুম করা হয়েছিল৷ বিজেপি-র অভিযোগ, এ দিন সেই স্ট্রংরুমে ঢুকে ব্যালট বাক্স অদল বদল করে কারচুপি চলছিল৷ বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, এই কারচুপিতে জড়িত তমলুক টাউন ব্লক তৃণমূল সভাপতি এবং তমলুক পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া৷
এই অভিযোগেই ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেন বিজেপি কর্মীরা৷ তাঁর বাইক এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ তমলুক- পাঁশকুড়া রাজ্য সড়কও অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা৷
পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী৷ নামানো হয় র্যাফ৷ পথ অবরোধ তুলে দিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ৷ লাঠি নিয়ে তাড়া করে বাড়ি বাড়ি ঢুকে চলে ধরপাকড়৷ সবমিলিয়ে নির্বাচন মিটে গেলেও অশান্তি থামার লক্ষণ নেই৷