সরকারি উদ্যোগে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই দুর্গা পূজার তোড়জোড় শুরু হয়। কারণ এবার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ উৎসবের স্বীকৃতি পেয়েছে। বর্তমান সময়ে দুর্গাপুজো মানেই থিম পুজো। কলকাতা ছাড়িয়ে থিম পুজো বিস্তার প্রভাব করেছে জেলায় জেলায়। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অসংখ্য থিম পুজো আয়োজন করেছে পূজো উদ্যোক্তারা। পূর্ব মেদিনীপুর জেলা প্রায় প্রতিটি মহকুমা ও ব্লকে ব্লকে থিম পুজোর লড়াই ক্লাব গুলিতে।
advertisement
আরও পড়ুনঃ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হলদিয়া-নন্দীগ্রাম ফেরিঘাটে বিক্ষোভ যাত্রীদের
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছাদাতেই ছয়টি দুর্গা পুজো হয়। প্রতিটি দুর্গাপুজোয় থিমের প্যান্ডেল থিমের দুর্গা প্রতিমা। মেচেদার পুজো গুলির মধ্যে অন্যতম হল আরাধ্য পুজো কমিটির দুর্গাপুজো। আরাধ্যর দুর্গাপুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমায় পূজা মন্ডপে। আরাধ্যার এবারের থিম 'সময়'। নামের সঙ্গেই সাযুজ্য রেখে সাজানো হয়েছে মন্ডপ। মন্ডপে ঘড়ি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুনঃ পুজোয় ছাত্র-ছাত্রীদের মানবিক কাজ, দুঃস্থ মানুষদের হাতে তুলে দিল পোশাক
পুজো উদ্যোক্তাদের কথায়, দু'বছর করোনা কারণে অপেক্ষার কাল কাটিয়ে উৎসবের সুসময় ফিরে এসেছে। সেটাই তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। ষষ্ঠীর দিন সকাল থেকেই পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় শরতের আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। তবুও বিকেলের পর থেকে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছে জেলার মানুষ।
Saikat Shee