Purba Medinipur News: পুজোয় ছাত্র-ছাত্রীদের মানবিক কাজ, দুঃস্থ মানুষদের হাতে তুলে দিল পোশাক
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজোর মুখে একদল কচিকাঁচা ছাত্র-ছাত্রী দুঃস্থ মানুষদের হাতে তুলে দিল পুজোর পোশাক। দুর্গাপূজা এলেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দলগুলো দুস্থ মানুষদের নতুন জামা কাপড় উপহার দেয়।
#মহিষাদল : পুজোর মুখে একদল কচিকাঁচা ছাত্র-ছাত্রী দুঃস্থ মানুষদের হাতে তুলে দিল পুজোর পোশাক। দুর্গাপূজা এলেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দলগুলো দুস্থ মানুষদের নতুন জামা কাপড় উপহার দেয়। কিন্তু স্কুল পড়ুয়া একদল ছাত্র-ছাত্রী সম্পূর্ণভাবে নিজেরাই চাঁদা তুলে দুঃস্থ ও বয়স্ক মানুষদের হাতে তুলে দিল পুজোর পোশাক। দুর্গাপূজা হল জাতি ধর্ম বর্ণ উচ্চ নীচ ভেদা ভেদ মুছে সবার প্রাণের উৎসব। তাই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের আলোর রোশনাই থেকে বাদ বা পড়বে কেন দুঃস্থ বয়স্করা, এই আনন্দ উৎসবে তাদের সমান অধিকার শামিল হওয়ার।
তাই তাদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল মহিষাদল এর একটি ইংরেজি মাধ্যম স্কুলের একদল পড়ুয়া। ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’। অধ্যয়নই ছাত্রদের তপস্যা হওয়া উচিত। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সামাজিক শিক্ষার গুরুত্বও উপলব্ধি করেছেন শিক্ষক-শিক্ষিকারা। সেই উদ্দেশ্যে সমাজের গরিব, অক্ষম মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সেই শিক্ষা যে তাদের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে তার প্রমাণ, ছাত্র ছাত্রীরাই শুধু নিজেরাই দুর্গাপূজায় শামিল হতে চায় না শামিল করতে চান সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরও।
advertisement
আরও পড়ুনঃ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চালু নতুন পুলিশ ফাঁড়ি
তাই তারা নিজেরাই চাঁদা তুলে পুজোর নতুন পোশাক উপহার দিল দুঃস্থ ও বয়স্ক মানুষদের। প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহেই এই স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজেদের টিফিনের খরচ বাঁচিয়ে দুঃস্থ বৃদ্ধ দম্পতিকে পাকা ছাদের বাড়ি উপহার দিয়েছিল। তারাই বয়সে ছোট হলে মনের দিক থেকে কত বড় তার প্রমান দিল দুঃস্থদের পূজার পোশাক কিনে দিয়ে। পুজোর মুখে ছাত্র-ছাত্রীদের হাত থেকে নতুন পোশাক পেয়ে ওইসব বয়স্ক মানুষজনেরা।
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
September 30, 2022 6:23 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পুজোয় ছাত্র-ছাত্রীদের মানবিক কাজ, দুঃস্থ মানুষদের হাতে তুলে দিল পোশাক