রাজনৈতিক ভাবে সবসময়ই সংবাদ ়শিরোনামে থাকে নন্দীগ্রাম৷ সেই নন্দীগ্রামের এক নম্বর ব্লকের দেবীপুর মিলন বিদ্যাপীঠে সোমবার রাতে চুরির ঘটনা ঘটে৷ স্কুলের একাধিক ঘরের তালা ভেঙে চুরি করে চোর৷ অফিস রুম, স্টাফ রুম ও স্টক রুমের তালা ভেঙ্গে নগদ কয়েক হাজার টাকা সহ ল্যাপটপ, এমন কি স্কুলের ঘণ্টা, মাইকও নিয়ে গিয়েছে চোর৷ তালা ভেঙে হানা দিয়েছে ক্লাস রুমেও৷
advertisement
আরও পড়ুন: জুনে নয়, কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল? বড় সিদ্ধান্ত নিল সংসদ
শুধু তাই নয়, চুরির প্রমাণ লোপাট করতে স্কুলের সিসিটিভির হার্ডডিস্ক তছনছ করেছে চোরের দল৷ চোর যে ল্যাপটপ চুরি করে নিয়ে গিয়েছে, তাতেই মজুত করে রাখা ছিল একাদশ শ্রেণির পরীক্ষার ফল৷ ফলে পরীক্ষার ফল প্রকাশও আটকে গিয়েছে৷
আরও পড়ুন: বাবা মা অক্ষরজ্ঞানহীন, পর পর ৮ টি সরকারি চাকরি পেয়ে বাজিমাত কৃষককন্যার
মঙ্গলবার সকালে চুরির কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ৷ যদিও পুলিশের ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে৷ অভিযোগ মাস দুয়েক আগেও নন্দীগ্রামের একাধিক স্কুলে চুরির ঘটনা ঘটেছিল৷ পুলিশ অবশ্য দুষ্কৃতীদের দ্রুত ধরার আশ্বাস দিয়েছে৷
চুরির পর এ দিন স্কুল চালাতে গিয়েও অসুবিধার সম্মুখীন হন শিক্ষকরা৷ চোর ঘণ্টা নিয়ে যাওয়ায় ক্লাস শুরু এবং শেষের সময় ঘণ্টাও বাজানো সম্ভব হয়নি৷ পরীক্ষার ফলও কীভাবে বের করা হবে, তা নিয়েও চিন্তায় শিক্ষকরা৷