ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারনের কাজ আগেই শুরু হয়েছিল। কিন্তু পাঁশকুড়ার মেচগ্ৰাম মোড়ে এসে সেই কাজ থমকে যায়। কারণ রাস্তার একাংশ জুড়ে গড়ে উঠেছে একের পর এক অবৈধ দোকান। সম্প্রতি এই রাস্তাটি আবার জাতীয় সড়কে রূপান্তরিত হয়েছে। ফলে এখন রাস্তা চওড়া করতেই হবে প্রশাসনকে। এই পরিস্থিতিতে পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ের প্রায় ৫৫ টি দোকানের মালিক নিজেরাই দোকান ঘর ভেঙে জায়গা ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা এই কথা চিঠি দিয়ে প্রশাসনকে জানিয়েছেনও।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ার 'খুনে' হাতিকে শান্ত করতে নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গে!
প্রশাসন সূত্রে খবর, ঘাটাল-পাঁশকুড়া রোড জাতীয় সড়ক হয়ে যাওয়ায় মেচগ্রাম মোড়ে রাস্তা সম্প্রসারণের কাজ সম্পূর্ণ করার জন্য উপর থেকে চাপ আসছিল। ওই জায়গায় দু'দিকে প্রায় ২৩ ফুটের মতো জায়গা খালি করে দেওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ী সমিতিকে বলা হয়। এরপরই ব্যবসায়ীরা নিজে থেকেই দোকানঘর ভেঙে রাস্তা ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে মেচগ্ৰাম বাজার কমিটির সম্পাদক অমিত রাউৎ বলেন, "সরকারের নির্দেশ আমরা পেয়েছি। এই মত সমস্ত দোকানদারকে জানিয়ে দেওয়া হয়েছে। দোকানঘর সরিয়ে নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে। রাস্তা সম্প্রসারণের জন্য আমরা প্রশাসনকে সবরকম সহায়তা করব।"
সৈকত শী