Bankura News: বাঁকুড়ার 'খুনে' হাতিকে শান্ত করতে নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গে!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রাজ্যে এই মুহূর্তে দুটি খুনে হাতি দু'জায়গায় তাণ্ডব চালাচ্ছে। একটি বাঁকুড়ায়, অপরটি আলিপুরদুয়ারে। বন দফতর ঠিক করেছে, বাঁকুড়ার খুনে হাতিটিকে শান্ত করতে তাকে উত্তরবঙ্গের দিকে পাঠানোর চেষ্টা করা হবে
বাঁকুড়া: জঙ্গলের ভেতর থেকে হটাৎ যেন বেরিয়ে এল যমদূত! কুঁড়ে ঘরের দেওয়াল ভেঙে পিষে মারল বৃদ্ধাকে! ১৪ কিলোমিটার দূরে প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। গত মঙ্গলবার রাতে 'খুনে' হাতির তাণ্ডবে বাঁকুড়ায় প্রাণ যায় দু'জনের। প্রথমে বড়জোড়ায় এক বৃদ্ধা ও পরে বেলিয়াতোরে আর এক ব্যক্তির মৃত্যু হয়। বন দফতরের ধারণা একটি হাতিই দু'জায়গায় এই তাণ্ডব চালিয়েছে! খিদে ও পর্যাপ্ত ঘুমের অভাবে ওই হাতিটি খেপে উঠেছে বলে মনে করছেন পশু বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে ওই 'খুনে' হাতিটিকে উত্তরবঙ্গে পাঠানোর চেষ্টা শুরু হয়েছে।
বাঁকুড়ার এই 'খুনে' হাতিকে নিয়ন্ত্রণে আনতে গত এক সপ্তাহ ধরে বনকর্মীরা উঠে পড়ে লেগেছেন। তাঁরা ২৪ ঘণ্টা হাতির দলটির উপর নজরদারি চালাচ্ছেন। কিন্তু হাতি খেপে গেলে মানুষের এই চেষ্টা আদপে কোনও কাজ করে না। তাই মাঝেমধ্যেই দুই-একটা দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষিপ্ত হাতিটিকে জেলায় রাখলে বিপদ বাড়বে বই কমবে না, বুঝেই বিকল্প পথের অনুসন্ধান শুরু করে বন দফতর। পশু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর ঠিক করা হয়েছে, কোনোভাবে 'খুনে' হাতিটিকে চিহ্নিত করে তাকে উত্তরবঙ্গের দিকে ঠেলে নিয়ে যেতে হবে।
advertisement
advertisement
বন দফতর জানিয়েছে, জঙ্গলে একে তো পর্যাপ্ত খাবারের অভাব তার উপর সঠিক মাত্রায় ঘুম না হলে অনেক সময় হাতি ক্ষেপে যায়। বাঁকুড়ার এই হাতিটিও সম্ভবত সেই কারণেই তাণ্ডব শুরু করেছে। এই পরিস্থিতিতে দীর্ঘ বিশ্রাম পেলে তবেই হাতিটি শান্ত হবে। আর তার জন্যই তাকে নিজের এলাকা থেকে সরিয়ে উত্তরবঙ্গের জঙ্গলে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা।
advertisement
সেই লক্ষ্যে বনকর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তবে আদৌ এই পরিকল্পনা সফল হবে কিনা তা এখনই বলা মুশকিল।
ঘটনা হল, উত্তরবঙ্গেও এই মুহূর্তে এক 'খুনে' হাতি তাণ্ডব চালাচ্ছে। আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায় গত কয়েকদিনে এক 'খুন' হাতের তাণ্ডবে পাঁচ জনের প্রাণ গিয়েছে। সেই হাতিটিকেও এখনও পর্যন্ত বাগে আনতে পারেনি বন দফতর।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 5:16 PM IST