#তমলুক: তমলুক ব্লকের অন্তর্গত, অনন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের শালিকা গড়চক গ্রামের রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে কাদায় চলা দায়। রাস্তা দিয়ে যাতায়াতের পথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত অফিস, ব্লক অফিস ও জেলাশাসক অফিসে জানিয়েও সুরাহা হয়নি। তাই গ্রামবাসীরা এদিন হলদিয়া পাঁশকুড়া রাজ্য সড়কের হরিদাসপুর বাজার এলাকায় পথ অবরোধ করে। পথ অবরোধের কারণে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। তবে অবরোধকারী মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। তারা দাবি তোলে, যতক্ষণ না পর্যন্ত গ্রামের রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়, অবরোধ সরবে না। ঘটনাস্থলে পৌঁছান তমলুক ব্লকের বিডিও। তিনি অবরোধকারী মানুষজনের সঙ্গে কথা বলেন। বিডিও-র আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।