মূলত শিশুদেরকে বিভিন্নভাবে অপরাধ করার হাত থেকে মুক্তি দেওয়া, তাদের মধ্যে অপরাধমূলক কাজ করার প্রবণতাকে রোধ করা এবং যদি কোনও শিশু অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে তাদের আবার কীভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, যাতে ভবিষ্যতে ওই শিশুর ক্যারিয়ারে কোনও সমস্যা না হয় এই সমস্ত বিষয়গুলির উপরে এদিন আলোচনা করা হয়।
advertisement
সারা বিশ্বজুড়ে বর্তমানে শিশুদের অপরাধ করার প্রবণতা বাড়ছে। আর শিশুদের অপরাধপ্রবণতাকে সামাজিক অবক্ষয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। কারণ বর্তমানের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আর ছোট অবস্থা থেকেই যদি তার মনে অপরাধ করার প্রবণতা জন্মায়, তা দেশ ও জাতির পক্ষে ক্ষতিকর। মানে বর্তমান সময়ে শিশুদের নানান ধরনের অপরাধমূলক কাজ থেকে কীভাবে দূরে রাখা যায় তা নিয়ে চিন্তিত প্রশাসনিক মহল। আর সেই বিষয়ে এই সচেতনতা শিবির আয়োজন হল জেলায়।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারক, জেলাশাসক, পক্সকো কোর্টের বিচারক, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব, জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক, চিল্ড্রেন হোমের সুপার-কাউন্সিলর এবং শিশু সুরক্ষা দফতরের আধিকারিক, সহ আইনজীবীরা। এদিনের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে শিশুদের অপরাধমূলক কাজ করার প্রবণতার দিকগুলো তুলে ধরেন।
Saikat Shee