ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নার মিজানগর এলাকায়৷ ধৃতের নাম বুদ্ধদেব মণ্ডল৷ কয়েকদিন আগে ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷
ময়নার বাকচা এলাকার বিজেপি-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ মণ্ডলকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ সেই ঘটনায় যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না৷ এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা এফআইআর-এ নাম ছিল ধৃত বুদ্ধদেব মণ্ডলের৷ যদিও ঘটনার পর থেকেই তাঁর হদিশ পায়নি পুলিশ৷
advertisement
শেষ পর্যন্ত অবশ্য গতকাল জামাইষষ্ঠীর দিন ময়নার মিজানগর এলাকায় শ্বশুরবাড়িতে আসেন বুদ্ধদেব৷ রাতে স্থানীয় বাসিন্দাদের কয়েকদন তাঁকে এলাকায় দেখে প্রথমে আটকে রাখেন৷ খবর দেওয়া হয় ময়না থানায়৷ পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে৷
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া হত্যাকাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। যদিও অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী আগমণী মণ্ডলের দাবি, এই খুনের ঘটনার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই।
