আরও পড়ুন: আরও নতুন সুবিধা বন্দে ভারতে! কেমন হল পাটনা-হাওড়া প্রথম দিনের যাত্রা? আপনাদের জন্য রইল ভিডিও
তমলুক সুইমিং ক্লাবের উদ্যোগে এই আমন্ত্রণ মূলক সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রম তমলুকের অধ্যক্ষ স্বামী শ্রুতিসারানন্দ। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার উপ-পুরপ্রধান লীনা মাভৈঃ রায় সহ পূর্ব মেদিনীপুর জেলা সাঁতার সংগঠনের সভাপতি এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
advertisement
পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় উৎসাহ দিতে এই সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, হলদিয়া, ভগবানপুর, চন্ডিপুর সহ বিভিন্ন প্রান্তের ২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। জেলাজুড়ে বর্তমান প্রজন্মকে সাঁতারে আগ্রহী করে তোলার পাশাপাশি জেলা থেকে সাঁতারের প্রতিভা তুলে আনতেই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বিষয়ে তমলুক সুইমিং ক্লাবের সভাপতি জানান, ‘এবার ৬৯ তম আন্তঃজেলা আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।’
সৈকত শী