আরও পড়ুন: ড্রেজার দিয়ে নদী বাঁধের মাটি কেটে ফেলার অভিযোগ ইট-ভাটার বিরুদ্ধে
পাঁশকুড়ার উত্তর চাঁচিয়াড়া গ্রামে বাড়ি স্বর্ণপদক জয়ী মিলন ভৌমিকের। তাঁর ছেলে করণ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল। তার এই সাফল্যে পরিবারের লোকজন থেকে প্রতিবেশীরা সকলে খুব খুশি।
করণের ক্যারাটেয় হাতেখড়ি বাবার হাত ধরে। ছোটবেলা থেকেই খেলাধুলো ও জিমন্যাস্টিক আকৃষ্ট করত করণকে। বাবা মিলন ভৌমিক ক্যারেটাতে ব্ল্যাক বেল্ট। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল। ক্যারাটে প্রতিযোগিতায় অনেক মেডেল জিতেছে করণ। ক্যারাটে প্রশিক্ষক দেবেন্দ্র রানার হাত ধরে বেঙ্গল ওপেন ২০২৩ সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রায় চার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সোনা জিতল পাঁশকুড়ার এই কৃতি ছাত্র।
advertisement
করণ বর্তমানে ধুলিয়াপুর পল্লীশ্রী বাণীমন্দিরের নবম শ্রেণির ছাত্র। স্কুলের শিক্ষকদের কাছ থেকে জানা গেল, খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাতেও যথেষ্ট ভালো করণ। তার এই সাফল্যে খুশি সহপাঠী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
সৈকত শী