চলতি মাসের মাঝামাঝিতে ইলিশের দেখা মিললেও শেষ এক সপ্তাহে সেভাবে ইলিশ মাছের দেখা মেলেনি। এদিন দিঘা মোহনায় পাওয়া গেল প্রায় ৩০ টন ইলিশ। শুধু এদিন না মঙ্গলবারও প্রায় ২০ থেকে ২৫ টন ইলিশ উঠেছে। এক একটি ইলিশের ওজন ১ কেজি থেকে ১২০০ গ্রাম, আবার ৪০০ থেকে ৫০০ গ্রামের ও রয়েছে। এক কেজি থেকে ১২০০ গ্রাম মাছের দাম প্রতি কেজি দাম ৮০০ থেকে ৯০০ টাকা। আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে দিঘা মোহনায়। প্রচুর ইলিশ পাওয়া গেলেও মোহনার মৎস নিলাম কেন্দ্রে ইলিশ মাছের দামের খুব একটা কমবেশি হয়নি। প্রায় একক রকম রয়েছে ইলিশ মাছের দাম।
advertisement
দিঘা মোহনা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, ‘মাঝে এক সপ্তাহের বিরতি পর আবারও এলিসের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ট্রলারে ইলিশ ওঠায় খুশি মৎস্যজীবীরা।’ সাধারণত আষাঢ়- শ্রাবণ মাসেই ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। মৎস্যজীবীদের কথায় এবারে কিছুটা হলেও মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে। কারণ বিগত বছরে সেভাবে ইলিশের দেখা মিল ছিল না। কিন্তু চলতি মৌসুমে এক মাসে পর পর দু’বার বিপুল পরিমাণ ইলিশ উঠল দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে। আগামী কয়েক দিনের মধ্যে আরও বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে আশা করছে মৎস্যজীবীরা।
সৈকত শী