পঙ্কজ দাশ রথি, দিঘা: উৎসবের মরসুমে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল দিঘা। কিন্তু, সেই দিঘাতেই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, নিউ দিঘার একটি হোটেলে আগুন লাগার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিঘায় আসা আতঙ্কিত পর্যটকেরা জানান,আজ দুপুরে নিউ দিঘার বিচভিউ রিসর্টের একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময়েই পর্যটকেরা তা দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষকে খবর দেন। এরপরেই হোটেলের পক্ষ থেকে দমকলে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। জানা গিয়েছে, এসি থেকেই এই আগুনের উৎপত্তি। হোটেল কর্তৃপক্ষ সূত্রে খবর, দমকল ঠিক সময় না এলে বড়সড় দুর্ঘটনা হতে পারত।এই ঘটনায় পর্যটকেরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন।